জুভেন্তাস: ৩ ( মান্দজুকিচ-২',৩৭', মাতুইদি-৬০')
এগ্রিগেটে ৪-৩ গোলে জয়ী রিয়াল মাদ্রিদ
#মাদ্রিদ: বার্নাব্যুতে চূড়ান্ত নাটক। ৯০ মিনিট দাপট দেখিয়েও শেষ চারে ওঠা হল না জুভেন্তাসের। সিআর সেভেনের পেনাল্টিতে চ্যাম্পিয়ন্স লিগের শেষ চারে রিয়াল। অ্যাগ্রিগেটে ম্যাচের রেজাল্ট ৪-৩।
ম্যাচের একেবারে শেষ মুহূর্তে লাল কার্ড দেখলেন বুফোঁ। মাথায় তিন গোলের খাঁড়া। অ্যাওয়ে ম্যাচে প্রথম থেকেই দাপট দেখাতে শুরু করে জুভেন্তাস।
advertisement
প্রথমার্ধে মান্দজুকিচের জোড়া গোলে প্রথমার্ধে এগিয়েছিল জুভেন্তাস। দ্বিতীয়ার্ধের শেষ দিকে ব্যবধান বাড়ান মাতুইদি। তবে ম্যাচের চূড়ান্ত নাটক অপেক্ষা করছিল অতিরিক্ত সময়ে। বক্সের মধ্যে লুকাসকে ফাউল করেন কোস্তা। রেফারি পেনাল্টি দিলেন তাঁর দিকে তেড়ে যান জুভেন্তাস খেলোয়াড়রা। রেফারিকে ধাক্কা দিয়ে লাল কার্ড দেখেন গোলকিপার বুফোঁ। এরপরই পেনাল্টি থেকে গোল করে জার্সি খুলে অনন্য সেলিব্রেশন সিআর সেভেনের। অন্য ম্যাচে সেভিয়ার সঙ্গে গোলশূন্য ড্র করে শেষ চারে পৌঁছল বায়ার্ন মিউনিখও।
দেখে নিন ম্যাচের হাইলাইটস