১৫ বছর আগে সেই কোল্ড ড্রিঙ্কস প্রস্তুতকারক সংস্থার বিজ্ঞাপনে দেখা গিয়েছিল রোনাল্ডোকে। কিন্তু এখন সেই ঠান্ডা পানীয় প্রস্তুতকারক সংস্থাকে আর্থিক ক্ষতির মুখে ফেলে দিলেন তিনি। ১৫ বছর আগের সেই বিজ্ঞাপনে দেখা যাচ্ছে, রোনাল্ডো ফ্রিজে রাখা একটি কোকা কোলার ক্যান দিয়ে ফুটবলের মতো স্কিল দেখাচ্ছেন। ফুটবলের জায়গায় আইস কিউবে কিক করছেন তিনি। ২০০৬ সালের সেই বিজ্ঞাপন আচমকাই ভাইরাল হয়েছে ২০২১-এ। অনেকেই জিজ্ঞেস করছেন, একটা সময় যে সংস্থার হয়ে বিজ্ঞাপন করেছেন এখন তাদেরকে কেন এমন আর্থিক ক্ষতির মুখে ফেললেন!
advertisement
নিন্দুকেরা আবার বলছেন, ওই সংস্থার থেকে এখন আর চেক পাচ্ছেন না রোনাল্ডো। তাই এমন রাগ। তবে রোনাল্ডোকে সমর্থন করছেন বহু মানুষ। তাঁদের দাবি, ১৫ বছর আগের বিজ্ঞাপন এখন তুলে ধরে লাভ নেই। গত ১৫ বছরে রোনাল্ডো অনেক বদলে গিয়েছেন। ফিটনেস সম্পর্কে তিনি এখন আরো বেশি সচেতন। তিনি এখন কোল্ড ড্রিঙ্কস পান করেন না। এমনকী ঠাণ্ডা পানীয় পান করলে যে সব ক্ষতির মুখে পড়তে হয় সেগুলি সম্পর্কে তাঁর অনুগামীদের সচেতন করেন। এতে কোনও ভুল নেই। বরং ১৫ বছর আগের বিজ্ঞাপনের ভিডিও সোশ্যাল মিডিয়ায় তুলে যারা রোনাল্ডোর বিরুদ্ধে অপপ্রচার করতে চাইছেন, ভুল করছেন আসলে তারাই।