TRENDING:

আবর্জনা দিয়ে তৈরি হল রিয়ালের নতুন জার্সি ! দেখে নিন

Last Updated:
impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মাদ্রিদ: শুধু হোম এবং অ্যাওয়ে জার্সিই নয় ৷ এই মরশুমে দলের তৃতীয় জার্সিটাও প্রকাশ করে ফেলল রিয়াল মাদ্রিদ ৷ সাদা বা কালো নয়, এই জার্সির রং ‘কোরাল পিঙ্ক’ ৷ তবে এই জার্সি একেবারেই আর পাঁচটা জার্সির মতো নয় ৷ কারণ এই বিশেষ গোলাপী জার্সি তৈরি হয়েছে সমুদ্রে ভাসমান প্লাস্টিকের আবর্জনা থেকে !
advertisement

নিত্যদিন আবর্জনার পরিমাণ বেড়েই চলেছে ৷ তাই এবার এই অভিনব উদ্যোগ রিয়ালের ৷ সমুদ্রে ভাসমান প্লাস্টিকের আবর্জনা রিসাইকেল করে এই পরিবেশবান্ধব জার্সি তৈরি করেছে স্পেন এবং গোটা বিশ্বের অন্যতম সেরা ক্লাব ৷ এর আগেও এই ধরনের জার্সি পরে খেলতে দেখা গিয়েছে রিয়ালের ফুটবলারদের। এবার গোটা মরশুমেই এই ‘ইকো-ফ্রেন্ডলি’ জার্সি পরে খেলবেন বেল-বেঞ্জিমারা।

advertisement

বাংলা খবর/ খবর/খেলা/
আবর্জনা দিয়ে তৈরি হল রিয়ালের নতুন জার্সি ! দেখে নিন