TRENDING:

মারা গিয়েছিলেন এসকোবার, সেই স্মৃতি উসকে দিচ্ছে রাশিয়া বিশ্বকাপ

Last Updated:

বিশ্বকাপে প্রাণনাশের হুমকি শুরু হয়ে গেছে ৷ কলম্বিয়ার এসকোবার বিশ্বকাপে দল ছিটকে যাওয়ার পর দেশে ফিরে আততায়ীর হাতে মারা গিয়েছিলেন ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মস্কো: বিশ্বকাপে প্রাণনাশের হুমকি শুরু হয়ে গেছে ৷ কলম্বিয়ার এসকোবার বিশ্বকাপে দল ছিটকে যাওয়ার পর দেশে ফিরে আততায়ীর হাতে মারা গিয়েছিলেন ৷
advertisement

এবারের বিশ্বকাপে ফের প্রাণনাশের হুমকি পাচ্ছেন কলম্বিয়ার ফুটবলাররা ৷ ইংল্যান্ডের বিরুদ্ধে মঙ্গলবার রাতে টাইব্রেকারে হেরে গেছে  কলম্বিয়া ৷  মাতেউস উরিবে ও কার্লোস বাক্কার উদ্দেশ্যে আসছে হুমকি ৷ দেশে ফিরলেই বাঁচতে হবে না ৷ উরিবের শট লেগেছিস ক্রসবারে আর বাক্কার শট আটকে দেন ইংল্যান্ডের গোলরক্ষক জর্ডান পিকফোর্ড।

Photo Courtesy - Reuters

advertisement

এদিকে এঁদের আগেই প্রাণনাশের হুমকি পেয়েছেন আরও এক ফুটবলার ৷ তিনি ডেনমার্কের নিকোলাই জোরগেনসেন ৷ ক্রোয়েশিয়ার বিরুদ্ধে রবিবার প্রি-কোয়ার্টার ফাইনালে টাইব্রেকারে গোল করতে পারেননি। আর এরই জেরে এইভাবে প্রাণনাশের হুমকি আসছে তাঁর দিকে ৷

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

এদিকে কলম্বিয়ান ফুটবল সংস্থা ও ড্যানিশ ফুটবল সংস্থা নিজেদের ফুটবলারদের পাশে দাঁড়িয়ে এই হুমকি-র কড়া নিন্দা করেছে ৷ তাঁদের সাফ বক্তব্য এভাবে ফুটবলকে কলুষিত না করা হোক ৷

advertisement

বাংলা খবর/ খবর/খেলা/
মারা গিয়েছিলেন এসকোবার, সেই স্মৃতি উসকে দিচ্ছে রাশিয়া বিশ্বকাপ