একের পর এক স্পনসর সংস্থার সঙ্গে ফুটবলারদের এই বিরোধ যেন আরও তীব্র হচ্ছে। আসলে পল পোগবা ইসলাম ধর্মাবলম্বী। ফলে অ্যালকোহল জাতীয় দ্রব্য সেবন তাঁর কাছে ধর্মবিরোধী। সেই জন্যই চোখের সামনে থেকে বিয়ারের বোতল পাশে সরিয়ে রেখেছিলেন পোগবা। যদিও সংস্থাটি দাবি করেছে, সাংবাদিক বৈঠকে বিয়ারের যে বোতলটি রাখা হয়েছিল সেটি আসলে অ্যালকোহল ফ্রি। তবে ২৮ বছর বয়সী পোগবা হয়তো সেটা জানতেন না। তাই তিনি আগে পরে কিছু না ভেবেই সামনে থেকে বিয়ারের বোতলটি সরিয়ে রাখেন। যদিও তাঁর পাশে দুটি কোল্ড ড্রিঙ্কসের বোতলও ছিল। তিনি সেগুলি সরিয়ে রাখেননি।
advertisement
২০১৯ সালে ইসলাম ধর্ম গ্রহণ করেন পোগবা। এর পর থেকেই একের পর এক ইসলামিক অনুষ্ঠান তাঁকে উদযাপন করতে দেখা যায়। ধার্মিক হিসেবে একনিষ্ঠভাবে রমজান মাসের যাবতীয় উপাচারও পালন করতে দেখা যায় পোগবাকে। এর আগে ২০১৭ সালে পোগবা ট্যুইট করে জানিয়েছিলেন, তিনি সবরকম অ্যালকোহল জাতীয় দ্রব্য থেকে দূরে থাকেন। এদিন তাই চোখের সামনে বিয়ারের বোতল দেখে কিছুটা বিরক্ত হন ফরাসী তারকা। ইউরো কাপে জার্মানির বিরুদ্ধে ম্যাচে পল পোগবা ম্যান অব দ্য ম্যাচ হয়েছিলেন। জার্মানির বিরুদ্ধে এক গোলে জেতে ফ্রান্স। ম্যাট হামেলস-এর আত্মঘাতী গোল ফরাসিদের প্রথম ম্যাচ জিততে সাহায্য করে।