TRENDING:

ISL Northeast United : ফেভারিট না হয়েও বড় দলগুলোর ঘুম কেড়ে নিতে তৈরি খালিদের নর্থইস্ট ইউনাইটেড

Last Updated:

Northeast United head coach Khalid Jamil confident in ISL. খালিদ জামিল ভারতীয় ফুটবলে বিদেশি কোচদের ভিড়ে একটি স্বতন্ত্র।আইএসএলের একমাত্র ভারতীয় হেড কোচ

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
আইএসএলের একমাত্র ভারতীয় হেড কোচ খালিদ জামিল
আইএসএলের একমাত্র ভারতীয় হেড কোচ খালিদ জামিল
advertisement

আরও পড়ুন - Sachin on Zampa : ফর্মে থাকা অ্যাডাম জাম্পা আজ ফাইনালে ঘুরিয়ে দিতে পারে ম্যাচের ভাগ্য, বলছেন সচিন

তবে আইএসএলে কাঙ্ক্ষিত সাফল্য অধরাই। দু’বার প্লে-অফ থেকে বিদায় নিতে হয়েছে তাদের। তবে চলতি মরশুমে কোচ খালিদ জামিলের হাত ধরে নতুন ভোরের অপেক্ষায় নর্থ-ইস্ট ইউনাইটেড। এবারের আইএসএলের ১১টি দলের মধ্যে খালিদই একমাত্র ভারতীয় চিফ কোচ। উল্লেখ্য, এই মুম্বইকরের অধীনে প্রথম কোনও পাহাড়ি দল হিসেবে আই লিগ জিতেছিল আইজল এফসি। এবার নর্থ-ইস্টকেও ভারত সেরার তকমা এনে দিতে মরিয়া খালিদ। তাঁর প্রশিক্ষিত দল প্লে-অফে গেলে আইএসএলে ভারতীয় কোচদের কদর বাড়বে।

advertisement

তারকা হতে পারেন : ফেড্রিকো, কামারা, হার্নান সান্তানা, ভিপি সুহের, মির্শাদ, মহম্মদ ইরশাদ, ডেসন ব্রাউন, ম্যাথিয়াস, লালডানমাউয়া রালতে, রোচারজেলা।

প্লাস পয়েন্ট: ভারতীয় ব্রিগেড বেছে নেওয়ার ক্ষেত্রে কোনও রকম পরীক্ষা-নিরীক্ষায় যাননি খালিদ। অতীতে তাঁর অধীনে খেলা একাধিক ফুটবলারকে এবার নিয়েছেন তিনি। গত মরশুমে নর্থ-ইস্টের প্লে-অফে পৌঁছনোর নেপথ্যে গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করেছিলেন ভিপি সুহের, হার্নান সান্তানা, কামরা, ফেড্রিকোর মতো ফুটবলাররা। এবারও তাঁদের দিকেই তাকিয়ে সমর্থকরা। কামরা-ম্যাথিয়াস-ব্রাউনের ত্রিভুজ আক্রমণ প্রতিপক্ষ দলগুলির মাথাব্যথার কারণ হয়ে উঠতে পারে।

advertisement

দুর্বলতা: দলের তারকা ফুটবলারের অনুপস্থিতি। গত মরশুমে নর্থ-ইস্ট জার্সিতে ধারাবাহিকভাবে ভালো ফুটবল খেলা আপুইয়া গিয়েছেন মুম্বই সিটিতে। সবুজ-মেরুনে সই করেছেন নির্ভরযোগ্য ডিফেন্ডার আশুতোষ মেহতা। দলকে একসূত্রে গাঁথাটাই বড় চ্যালেঞ্জ কোচ খালিদ জামিলের।

খালিদ কী বলছেন: গত কয়েক বছর ধরে নর্থ-ইস্ট দলের সঙ্গে যুক্ত। এখানকার সমর্থকদের আবেগ আমার কাছে নতুন নয়। গত মরশুমে প্লে-অফে পৌঁছেও খালি হাতে ফিরতে হয়েছিল। এবার আরও ভালো খেলতে হবে।

advertisement

ফর্মেশন:৪-২-৩-১

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

কত দূর যেতে পারে দল : আসন্ন আইএসএলে মুম্বই, গোয়া বেঙ্গালুরু, এটিকে মোহন বাগানের মতো খেতাবের লড়াইয়ে থাকা দলগুলিকে বেগ দেবে নর্থ -ইস্ট। প্লে-অফে যাওয়ার প্রবল দাবিদার। খালিদ জামিল ডিফেন্স শক্ত রেখেই চলতে পছন্দ করেন। সেট পিস কাজে লাগানোর ক্ষেত্রে তার দল শক্তিশালী।

বাংলা খবর/ খবর/খেলা/
ISL Northeast United : ফেভারিট না হয়েও বড় দলগুলোর ঘুম কেড়ে নিতে তৈরি খালিদের নর্থইস্ট ইউনাইটেড
Open in App
হোম
খবর
ফটো
লোকাল