এই পরিস্থিতিতে বৃহস্পতিবার কল্যাণীতে গতবারের চ্যাম্পিয়ন চেন্নাই সিটির বিরুদ্ধে নামছেন বেইতিয়ারা। লাল কার্ড দেখায় চেন্নাই সিটি বিরুদ্ধে তুরসভ-কে পাবে না মোহনবাগান। ১০০ শতাংশ ম্যাচ ফিট না হওয়ায় ড্যানিয়েল সাইরাসকে চেন্নাইয়ের বিরুদ্ধে নামানোর ঝুঁকি নিতে চাইছেন না কোচ কিবু। ডিফেন্সের মূল স্তম্ভকে বরং ১৫-র বড় ম্যাচের জন্য তুলে রাখতে চাইছে বাগান ম্যানেজমেন্ট। গতবারের আই লিগ জয়ীরা এবার নেহাতই ঢোড়া সাপ। ১৪ ম্যাচে ১৯ পয়েন্ট নিয়ে লিগ টেবিলে ছয় নম্বরে ঝুলছে চেন্নাই সিটি। সবুজ মেরুন ব্রিগেড যে রকম দুরন্ত ছন্দে রয়েছে, তাতে চেন্নাইয়ের মতো দলকে হারাতে ঘাম ছোটার কথা নয়। স্ট্রাইকারদের পাশে গোল পাচ্ছেন দলের মিডফিল্ডাররাও। ফলে গোল করার লোকের অভাব নেই বাগানে। ডিফেন্স ভদ্রস্থ। গোলের নিচে শংকর তো কেরিয়ারের সেরা ফর্মে। বাগানে তাই হোলির সময়েই বিজয়োৎসবছর প্রস্তুতি। আক্ষরিক অর্থেই ময়দানে হোলির রং এবার সত্যিই সবুজ-মেরুন। বাগান আর লিগ খেতাবের মাঝে সরু সুতোয় পেন্ডুলামের মত ঝুলছে চেন্নাই আর আইজল ম্যাচ। তিন টেক্কা এখন বাগিনে্য আস্তিনে। শুধু 'শ্যো' বলার অপেক্ষা। দশের কল্যাণীতেই আসল রং-বাজি।
advertisement
PARADIP GHOSH