এবারের ম্যাসকটের নাম জ্যাবিভাকা ৷ সে আসলে একটি নেকড়ে ৷ ব্রাজিল বিশ্বকাপের আর্মাডিলো ফুলেকোর পর এবার ম্যাসকটের ব্যাটন তার হাতে৷
রাশিয়ান ফুটবল ফেডারেশনের পক্ষ থেকে বলা হয়েছে, ‘‘ সরকারি এই ম্যাসকট বড় ভূমিকা নেবে এবারের ২০১৮ ফিফা বিশ্বকাপে ৷ এই ইভেন্ট প্রমোট করা ছাড়াও গোটা বিশ্বের দরবারে রাশিয়ার অ্যাম্বাসডর হিসেবে কাজ করবে ৷’’
advertisement
আরও পড়ুন - ফের বলিউড –বাইশ গজ যোগ! সোশ্যাল মিডিয়ায় ছবিতে গুঞ্জন তুঙ্গে
কেন সকলকে টেক্কা দিয়ে জ্যাবিভাকাই হয়ে গেল ম্যাসকট তার পিছনেও আছে যুক্তি ৷ এই চরিত্রটার বৈশিষ্ট্য ও চার্মিং, আত্মবিশ্বাসী এবং ও সবসময় একজন ফুটবল স্টার হতে চেয়েছে ৷ ও ফ্যাশন সচেতন , স্পোর্টস গ্লাস পড়ে৷
একজন ডিজাইনার স্টুডেন্ট একতারিনা বোচারোভা –র তৈরি করা ম্যাসকটই ইন্টারনেট ভোটিংয়ের মাধ্যমে অফিসিয়ালের তকমা পায় ৷ ২০১৬ সালে এই ভোটিং হয়েছিল ৷ ফাইনাল ল্যাপে একটি বাঘ ও বিড়ালকে হারিয়ে বাজি জিতে নেয় নেকড়ে ৷
এই ভোটে ১০ লক্ষ মানুষ অংশ নিয়েছিলেন ৷ তবে এই নেকড়েকে নিয়েও বিতর্ক তৈরি করেছেন কিছু মানুষ ৷