এ দিনের কোচিং ক্যাম্পের অনুশীলন জুড়ে ছিল মারাদোনার আলোচনা। এই প্রজন্মের ফুটবলারদের কাছে বারবারই মারাদোনার বাম পায়ের জাদুর কথা তুলে ধরলেন প্রশিক্ষকরা। তরুণ ফুটবলারও অনেকেই বিষন্ন। এদের অনেকেই এতদিন ইউটিউবে মারাদোনার ফুটবল প্রতিভা দেখতে অভ্যস্ত।
মারাদোনার কার্যত আকস্মিক মৃত্যু ব্যথিত করেছে এখনকার ফুটবলারদের। এদিন মালদহের ফুটবল মাঠে ঘুরে ফিরে এল একই আলোচনা আদৌ মারাদোনার মতো প্রতিভার নতুন ফুটবলার আর কখনো দেখা মিলবে তো। মালদহের বিভিন্ন ক্রীড়া প্রেমী সংস্থা মারাদোনার প্রয়াণে শোকস্তব্ধ। বিভিন্ন ক্রীড়া সংস্থার তরফ থেকেই মারাদোনাকে শ্রদ্ধা জ্ঞাপন করা হয়।
advertisement
মালদহের ঝংকার ক্লাবে মারাদোনার মৃত্যুতে কালো পতাকা টাঙানো হয়। ক্লাবের প্রবেশপথের ঝোলানো হয় বল পায়ে মারাদোনার স্বপ্নের দৌড়ের ছবি। সকালে মারাদোনার স্মৃতিতে নীরবতা পালন আর বিকেলে মোমবাতি জ্বালিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করেন অনুরাগীরা।
Sebak DebSarma