TRENDING:

Copa America: দলকে জিতিয়ে নাম না করে ব্রাজিলকে বার্তা মেসির

Last Updated:

আর্জেন্টাইন অধিনায়কের অ্যাসিস্ট থেকেই এসেছে ম্যাচের একমাত্র গোল। তাছাড়াও বেশ কয়েকবার একার কৃতিত্বে গুরুত্বপূর্ণ পজিশনে ফ্রিকিক আদায় করে নিয়েছিলেন। দেখে বোঝাই যাচ্ছে জীবনের শেষ কোপা আমেরিকায় ব্যর্থতার স্টিকার গায়ে লাগিয়ে শেষ করতে চান না আধুনিক প্রজন্মের অন্যতম সেরা ফুটবলার

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
advertisement

দেখে বোঝাই যাচ্ছে জীবনের শেষ কোপা আমেরিকায় ব্যর্থতার স্টিকার গায়ে লাগিয়ে শেষ করতে চান না আধুনিক প্রজন্মের অন্যতম সেরা ফুটবলার। দায়বদ্ধতা এবং পরিশ্রমে কোনও ফাঁক রাখছেন না। সঙ্গে বেশ কয়েকজন তরুণ ফুটবলার সাহায্য করছেন তাঁকে। ম্যাচ শেষে সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট করেছেন আর্জেন্টাইন মহাতারকা। কয়েকজন সতীর্থকে নিয়ে বাথটাবে কুলডাউন করছেন।

advertisement

ম্যাচ শেষে সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলেছেন আর্জেন্টাইন তারকা অ্যাঞ্জেল ডি মারিয়া। তিনি বলেন, ‘জয়ের জন্য ভাগ্যের সাহায্য লাগে, আমরা সেটাই পাচ্ছিলাম না। আজকে ভাগ্যের সাহায্য পেয়েছি।’ তিনি আরো বলেন, ‘আর্জেন্টিনা সবসময়ই শিরোপার দাবিদার। তবে ঘরের মাঠে ব্রাজিল খেলছে এবং সবকিছু খুব ভাল করছে। আমরা ধাপে ধাপে এগোচ্ছি এবং আমাদের স্বপ্ন এখনও বেঁচে আছে। আশা করি, আমরা স্বপ্নকে সত্যি প্রমাণ করতে পারব।’

advertisement

এই ম্যাচে জয়ের ফলে ২ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে ‘এ’ গ্রুপের শীর্ষে আছে আর্জেন্টিনা। চিলির পয়েন্টও সমান ৪। আর এক ম্যাচে ৩ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে প্যারাগুয়ে। দীর্ঘদিন দেশের জার্সি গায়ে খেলছেন ডি মারিয়া। বাপায়ের এই ফুটবলার আধুনিক প্রজন্মের অন্যতম সেরা বল প্লেয়ার। অতীতে রিয়েল মাদ্রিদ, ম্যানচেস্টার ইউনাইটেড এবং বর্তমানে পিএসজির হয়ে বহু স্মরণীয় ম্যাচ খেলেছেন।

advertisement

আর্জেন্টিনার জার্সি গায়ে একাধিক গোল রয়েছে তাঁর। কিন্তু বেজিং অলিম্পিকে দেশের হয়ে সোনা জেতা মেসির মতোই সিনিয়র দলের হয়ে তাঁর ট্রফি ভাগ্য শূন্য। এটাই তাঁর শেষ কোপা আমেরিকা। তাই তিনিও হৃদয় দিয়ে চান চ্যাম্পিয়ন হতে।

বাংলা খবর/ খবর/খেলা/
Copa America: দলকে জিতিয়ে নাম না করে ব্রাজিলকে বার্তা মেসির
Open in App
হোম
খবর
ফটো
লোকাল