পেরু -০
#রোজারিও: দীর্ঘ ২৮ বছরের অপেক্ষা শেষে কোপা আমেরিকা চ্যাম্পিয়ন হয়েছিল আর্জেন্টিনা। এবার কী তবে বিশ্বকাপ ধরা দেবে লিওনেল মেসির হাতে? উত্তর দেবে সময়। কিন্তু এটা মানতেই হবে বর্তমান আর্জেন্টাইন ফুটবল দল প্রচন্ড ধারাবাহিক। দুরন্ত ছন্দ বজায় রেখেছে আর্জেন্টিনা ফুটবল দল। নিজেদের শেষ ম্যাচে প্রতিপক্ষ উরুগুয়ের বিরুদ্ধে তিন গোলে জিতেছিল নীল-সাদা জার্সি। শুক্রবার পেরুর বিরুদ্ধে সেই দাপট বজায় রাখল আর্জেন্টিনা।
advertisement
আরও পড়ুন - Brazil vs Uruguay qualifier: নেইমার ম্যাজিকে উরুগুয়েকে ঝলসে দিল ব্রাজিল
ম্যাচে লড়াই হলেও গুরুত্বপূর্ণ তিন পয়েন্ট নিয়ে মাঠ ছেড়েছে আলবিসেলেস্তে। লাতিন আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে শুক্রবার ভোরে জয় পেয়েছে বর্তমান কোপা চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। ঘরের মাঠে পেরুকে ১-০ গোলে হারিয়েছে লিওনেল মেসির দল। ম্যাচের প্রথমার্ধেই ১-০ গোলের লিড নিয়েছিল আর্জেন্টিনা। ৪২তম মিনিটে নাহুয়েল মলিনার পাসে গোল করেন স্ট্রাইকার লাওতারো মার্টিনেজ।
বিরতির পর কিছুটা ধার কমে যায় আর্জেন্টিনার আক্রমণের। সেই সুযোগে ম্যাচের ৬২তম মিনিটে পেনাল্টিও পেয়ে যায় পেরু। তবে পেরু সেই পেনাল্টি থেকে গোল আদায় করতে ব্যর্থ হয়। পেরুর অভিজ্ঞ তারকা ওশিমার ওতুনের নেওয়া পেনাল্টি শট গোলবারে লেগে বাইরে চলে যায়। ম্যাচের ৮৮তম মিনিটে হেডে পেরুর জালে বল পাঠিয়েছিলেন আজেন্টাইন তারকা গুইদে রদ্রিগেজ। তবে হেড নেওয়ার সময় পেরুর এক ডিফেন্ডারের গায়ে হালকা ধাক্কা লাগায় ফাউলের বাঁশি বাজান রেফারি।
ম্যাচের বাকি সময় বেশ কিছু আক্রমণ করলেও আর গোলের দেখা পায়নি আর্জেন্টিনা। ফলে ১-০ গোলের জয় নিয়েই সন্তুষ্ট থাকতে হয় লিওনেল স্কলানির শিষ্যদের। বিশ্বকাপ বাছাই পর্বে ১১ ম্যাচে ২৫ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে বর্তমান কোপা চ্যাম্পিয়নরা। লিওনেল মেসি গোল না পেলেও দুর্দান্ত ফুটবল খেলেন। আর্জেন্টিনার বেশিরভাগ আক্রমণ তৈরি হচ্ছিল তাঁর পা থেকে।
পেরু কিছুটা ফিজিক্যাল ফুটবল খেলছিল। তবে ম্যাচে বেশিরভাগ সময় দাপট ছিল আর্জেন্টিনার। ম্যাচ শেষে আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি বলেন নিজেদের পরিকল্পনা অনুযায়ী খেলার চেষ্টা করেছে দল। পেরু কঠিন লড়াই করবে সেটা জানা ছিল। কিন্তু আর্জেন্টিনার ডিফেন্সে আকুনা, ওটামেন্দী, রোমেরো দুর্দান্ত ফুটবল খেলেছেন। দিনের শেষে তিন পয়েন্ট পাওয়া গেছে, সেটাই আসল। আর একটা ম্যাচ জিতলেই কাতার বিশ্বকাপের যোগ্যতা অর্জন করে ফেলবে মারাদোনার দেশ। এমনিতেই প্রথম চারটি দল বিশ্বকাপে কোয়ালিফাই করে।