TRENDING:

'যেদিন পড়বে না মোর পায়ের চিহ্ন ' কেন এই রিংটোন বাজছে বার্সেলোনায় ?

Last Updated:

মেসি মানেই বার্সেলোনা, আর বার্সেলোনা মানেই মেসি। মেনে নিতে কষ্ট হচ্ছে হয়তো। তবুও বার্সা সমর্থকরা হয়তো শেষ বেলায় বলবেন ' বিদায় চ্যাম্পিয়ন '

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
advertisement

মেসির শেষ ম্যাচ কী এরকম আড়ম্বরহীন হতে দেবে বার্সেলোনা? সমর্থকহীন মাঠ তো বটেই, কেউ জানতেও পারবেন না মেসি কবে শেষ ম্যাচ খেলে ফেললেন! এ রকম হয়তো হতে দেবে না বার্সা। তবে এখনও চুক্তিতে সই না করাও যে ঘোর সত্যি। তাই মেসিকে নিয়ে জল্পনা থেকেই গেল। শুক্রবার মেসিকে বার্সা অনুশীলনে দেখা যায়নি।এর আগে বার্সেলোনার আরেক ফুটবলার পেড্রি বিশ্রাম নেন।বিশেষজ্ঞরা মনে করেন এই মরশুমে টানা খেলে যাওয়া প্লেয়ারদের মধ্যে মেসি অন্যতম।তাই এই বিশ্রাম তার দরকার।

advertisement

বিশেষ করে পরবর্তী মাসে কোপা আমেরিকার আগে এই বিশ্রাম তার জন্য লাভদায়ক হবে। মেসির এই বিশ্রাম নেওয়ায় বার্সেলোনার লিগ টেবিলে যেমন কোনো পরিবর্তন আনবে না ঠিক সেরমই লা লিগার সর্বোচ্চ গোলদাতার খেতাবও মেসির থেকে কেউ ছিনিয়ে নিতে পারবে না। ৩৫ ম্যাচে ৩০ গোল করে গোলদাতার তালিকায় শীর্ষে আছেন লিও মেসি।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
বেড়ার জালে ছটফট করছে দু'টো হলুদ চোখ! এমন ভয়ানক ঘটনায় এলাকায় আতঙ্ক
আরও দেখুন

তালিকায় দ্বিতীয় স্থানে আছেন কিন্তু বিদায়বেলায় পরিসংখ্যান গুরুত্বপূর্ণ নয়। একটা রোমান্স, একটা অনুভূতি, একটা ভাল লাগা। মেসি মানেই বার্সেলোনা, আর বার্সেলোনা মানেই মেসি। মেনে নিতে কষ্ট হচ্ছে হয়তো। তবুও বার্সা সমর্থকরা হয়তো শেষ বেলায় বলবেন ' বিদায় চ্যাম্পিয়ন ' ।

বাংলা খবর/ খবর/খেলা/
'যেদিন পড়বে না মোর পায়ের চিহ্ন ' কেন এই রিংটোন বাজছে বার্সেলোনায় ?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল