TRENDING:

নাইজেরিয়া ম্যাচ অতীত, মেসির নজরে এখন ফ্রান্স জয়ের স্বপ্ন

Last Updated:

নাইজেরিয়া ম্যাচ অতীত। এবার কাজানে লড়াই মেসি বনাম গ্রিজম্যানের।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#সেন্ট পিটার্সবার্গ: নাইজেরিয়া ম্যাচ অতীত। এবার কাজানে লড়াই মেসি বনাম গ্রিজম্যানের। ৩০ তারিখ থেকে শুরু প্রি-কোয়ার্টারের ম্যাচ। প্রথম ম্যাচেই খেলবে আর্জেন্টিনা ও ফ্রান্স। নতুন বলে শুরু হবে নক আউট।
advertisement

চমকের নাম রাশিয়া বিশ্বকাপ। এই প্রথম কোনও বিশ্বকাপ খেলা হবে দুটি বলে। গ্রুপ পর্যায়ে খেলা হয়েছে টেলস্টার ১৮ বলে। ৩০ তারিখ থেকে নকআউটের জন্য নতুন বল প্রকাশ করল ফিফা। অ্যাডিডাসের তৈরি এই বলের নাম টেলস্টার মেচটা। এই বলেই প্রথম কিক-অফ করবে আর্জেন্টিনা ও ফ্রান্স।

advertisement

আরও পড়ুন-রোনাল্ডোর হলুদ কার্ড, নেইমারের ডাইভে বিতর্ক, VAR প্রযুক্তি কতটা নিখুঁত ? উঠছে প্রশ্ন

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

কাজানে প্রথম প্রি-কোয়ার্টারের ম্যাচে মুখোমুখি হবে আর্জেন্টিনা ও ফ্রান্স। মেসি বনাম গ্রিজম্যান শোয়ের কিক-অফ শনিবার ভারতীয় সময় সন্ধ্যে সাড়ে সাতটায়। পয়লা জুলাই নিজনিতে ভারতীয় সময় রাত সাড়ে এগারোটায় প্রি-কোয়ার্টার ম্যাচ খেলবে ক্রোয়েশিয়া ও ডেনমার্ক। নাইজেরিয়া ম্যাচ তাই অতীত। মেসির নজরে এখন ফ্রান্স জয়ের স্বপ্ন। উলটো দিকে তৈরি গ্রিজম্যান অ্যান্ড কোম্পানি।

advertisement

বাংলা খবর/ খবর/খেলা/
নাইজেরিয়া ম্যাচ অতীত, মেসির নজরে এখন ফ্রান্স জয়ের স্বপ্ন