TRENDING:

রান্নাঘর থেকে কনফারেন্স রুম, মেসির ব্যক্তিগত বিমান যেন রাজপ্রাসাদ

Last Updated:

উড়োজাহাজের মধ্যে কী যে নেই! দু-দুটো বাথরুম, একটা রান্নাঘর আর নয়-নয় করে ১৬টা পুরু গদি-আঁটা চেয়ার। যেগুলোকে দিব্যি মুড়ে ফেলাও যায়। আর মুড়ে দিতে পারলেই সেগুলোকে ব্যবহার করা যাবে আটটি বিছানা হিসেবে

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
advertisement

ঠাট্টা-ইয়ার্কি নয়, কয়েক বছর হল সত্যি সত্যিই আর্জেন্টিনীয় মহাতারকা “লিজ’’ নিয়েছেন ঝাঁ-চকচকে একটা প্লেন। কারণটা অন্য কিছুই নয়, এলএম টেন আসলে নিজের পরিবার ও প্রিয় বন্ধু-বান্ধবদের নিয়ে গোটা দুনিয়া চষে ফেলতে চান। আর সেজন্যই দরকার পড়ছে এই উড়োজাহাজের। এই উড়োজাহাজের মধ্যে কী যে নেই! দু-দুটো বাথরুম, একটা রান্নাঘর আর নয়-নয় করে ১৬টা পুরু গদি-আঁটা চেয়ার। যেগুলোকে দিব্যি মুড়ে ফেলাও যায়। আর মুড়ে দিতে পারলেই সেগুলোকে ব্যবহার করা যাবে আটটি বিছানা হিসেবে!

advertisement

প্রতিটা সিটের সামনে লাগানো এলইডি স্ক্রিন। আকাশ পথে যেতে যেতে পছন্দের সিনেমা বা কার্টুন দেখা যেতেই পারে। উড়োজাহাজের বাইরের দিককার নকশা এমনভাবে করা যাতে সহজেই বোঝা যাবে যে এই উড়োজাহাজের মালিক অন্য কেউ হতেই পারেন না! সাদা-রঙা আকাশযানের ল্যাজে বেশ বড় করে লেখা ১০ সংখ্যাটি। লিওনেল মেসি এবং দশ নম্বর জার্সির মহিমা তো এই গ্রহের ভালমতই জানা। এই উড়োজাহাজ বিশ্বের যে কোনও বিমানবন্দরে অবতরণ করলে যে কেউই বুঝে নেবেন মাটিতে এবার কার পা পড়তে চলেছে!

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
বেড়ার জালে ছটফট করছে দু'টো হলুদ চোখ! এমন ভয়ানক ঘটনায় এলাকায় আতঙ্ক
আরও দেখুন

নিজের তিন ছেলে এবং স্ত্রীর নাম ও নিজের নামের সঙ্গেই বিমানের প্রতিটা সিঁড়িতে লেখানো হয়েছে। এই বিমানে করেই তিনি বার্সেলোনা থেকে আর্জেন্টিনা আসেন। মার্কিন যুক্তরাষ্ট্রে ছুটি কাটাতে যান। এখন যেমন বার্সেলোনা থেকে নিজের দেশ আর্জেন্টিনায় এসেছেন কোপা আমেরিকা টুর্নামেন্ট খেলতে। দেশের হয়ে এই ট্রফি জিততে মরিয়া মেসি। ১৩ জুন থেকে শুরু টুর্নামেন্ট। নিজের দেশের মাটিতে মেসি ট্রফি খরা কাটাতে পারেন কিনা সেটাই দেখার।

advertisement

বাংলা খবর/ খবর/খেলা/
রান্নাঘর থেকে কনফারেন্স রুম, মেসির ব্যক্তিগত বিমান যেন রাজপ্রাসাদ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল