TRENDING:

উরুগুয়ে বনাম ফ্রান্স লড়াইয়ের আগে একনজরে দেখে নিন পরিসংখ্যানের বিচার

Last Updated:

আর কয়েক ঘন্টা -র অপেক্ষা ৷ তারপরই আরও জোরদার লড়াইতে তৈরি হচ্ছে বিশ্বকাপ ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নিজনি নভগরোদ : আর কয়েক ঘন্টা -র অপেক্ষা ৷ তারপরই আরও জোরদার লড়াইতে তৈরি হচ্ছে বিশ্বকাপ ৷ আরও চার দল বিদায় নেবে এই রাউন্ডে ৷ আর কাপের দৌড়ে টিকে থাকবে শেষ চারটি দল ৷
advertisement

শুক্রবার সন্ধ্যা ৭.৩০ -র ম্যাচে মুখোমুখি হচ্ছে ফ্রান্স ও উরুগুয়ে ৷ ইউরোপীয় ফুটবল বনাম লাতিন আমেরিকান ফুটবলের লড়াই ৷

পরিসংখ্যানে দু‘দলের তুল্যমূল্য বিচারটাও একবার দেখে নিন ৷ এই দুই দলের মধ্যে ড্র করার প্রবণতাটা সবচেয়ে বেশি ৷ এদের মধ্যে চারবার খেলা শেষ হয়েছে ড্র দিয়ে ৷ অন্যদিকে উরুগুয়ে দু‘বার জিতেছে এবং একবার হেরেছে ৷

advertisement

আরও পড়ুন - ক্লাবের জার্সিতে সতীর্থ, বিশ্বকাপ সেমি-র টিকিটে মুখোমুখি লড়াইয়ে কাভানি বনাম এমব্যাপে

শুধুমাত্র বিশ্বকাপের মঞ্চে এই দুই দল তিন বার মুখোমুখি হয়েছে ৷ তারমধ্যে দুটি ম্যাচ ড্র হয়েছে ৷ ১৯৬৬ সালে বিশ্বকাপে ফ্রান্সকে হারিয়েছিল উরুগুয়ে ৷

advertisement

এবারের বিশ্বকাপে গ্রুপ পর্বে একটিও গোল খায়নি উরুগুয়ে ৷ অন্যদিকে তাদের শক্ত ডিফেন্স ভাঙতে একমাত্র সমর্থ হয়েছিলেন পর্তুগালের পেপে ৷ শেষ ১৬-র খেলায় গোল করেছিলেন তিনি ৷

উরুগুয়ে ছাড়া এখনও অবধি ব্রাজিলই এমন আরেকটি দল যারা এখনও অবধি একটি মাত্র গোল খেয়েছে  ৷

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

ফ্রান্স উরুগুয়ের থেকে এখনও অবধি ৩ টি বেশি গোল খেয়েছে ৷ আর এই দুটি দলই মোট ৭ টি করে গোল করেছে ৷

advertisement

বাংলা খবর/ খবর/খেলা/
উরুগুয়ে বনাম ফ্রান্স লড়াইয়ের আগে একনজরে দেখে নিন পরিসংখ্যানের বিচার