কাতারের বিরুদ্ধে দশজনে খেলেছিল ভারতীয় দল। ১৭ মিনিটে রাহুল ভেকে মাঠ ছাড়ার পর ঘন ঘন ভারতীয় বক্সে আক্রমণ করছিল কাতার। ৩৩ মিনিটে কাতারের আব্দেল আজিজ হাতেম গোল করে যান। এর পরও এশিয়ান চ্যাম্পিয়নদের আটকে রেখেছিলেন ভারতীয় ডিফেন্ডাররা। কাতার এবার বিশ্বকাপের আয়োজক দেশ। তাদের প্রস্তুতি কেমন হয়েছে, তা ভারতের বিরুদ্ধে ম্যাচ দেখে অনেকেই বুঝে গিয়েছেন। বিশ্ব ফুটবলের তালিকায় বাংলাদেশের উপরে রয়েছে ভারত। তবুও ভারতীয় দলের ডিফেন্ডার শুভাশিস বোস বাংলাদেশকে হালকাভাবে নিতে রাজি নন। বাংলাদেশ কাউন্টার অ্যাটাক নির্ভর ফুটবল খেলে। তাছাড়া যে কোনও মঞ্চে ভারতকে কড়া প্রতিদ্বন্দ্বিতার মুখে ফেলে বাংলাদেশ। ফলে ৭ জুন পড়শি দেশের বিরুদ্ধে ম্যাচকে বাড়তি গুরুত্ব দিচ্ছে ভারতীয় ফুটবল দল।
advertisement
বাংলাদেশ ইতিমধ্যে আফগানিস্তানের বিরুদ্ধে ড্র করে এক পয়েন্ট পেয়েছে। বাংলাদেশের কোচ জ্যামি ডে বলছিলেন, দলের অ্যাটিটিউড আসল। আফগানিস্তানের বিরুদ্ধে ম্যাচে তিনি সেটা দলের ফুটবলারদের মধ্যে দেখতে পেয়েছেন। বাংলাদেশের অধিনায়ক জামাল ভুঁইয়া ভারতে খেলে গিয়েছেন। ফলে ভারতীয় ফুটবলের ধাঁচ তাঁর কিছুটা হলেও জানা। সেটাকেই হাতিয়ার করতে চাইছে বাংলাদেশ। তবুও বাংলাদেশের কোচ মেনে নিচ্ছেন, ভারতের সঙ্গে তাদের ফুটবলের গুণগত মানের অনেকটাই তফাত। বিশেষ করে কাতারের বিরুদ্ধে ভারতীয় দল যে ফুটবল খেলেছে তা দেখার পর সুনীল ছেত্রীদের রীতিমতো সমীহ করছে বাংলাদেশ। এরই মধ্যে অবশ্য জামালের আইএসএলে খেলার সম্ভাবনা নিয়েও কথা চলছে। তবে জামাল নিজে এই ব্যাপারে এখনও কোনও ইঙ্গিত দেননি।
৭ জুন সন্ধ্যে সাড়ে সাতটা থেকে ভারত-বাংলাদেশ ম্যাচ। স্টার স্পোর্টস ওয়ান, থ্রিতে দেখা যাবে ম্যাচ।