TRENDING:

Sunil Chhetri: কিংবদন্তি পেলেকে ছুঁতে সুনীলের চাই আর ক’টা গোল ?

Last Updated:

গ্রুপের শেষ ম্যাচে আফগানদের বিরুদ্ধে আজ ড্র করলে এএফসি এশিয়ান কাপের তৃতীয় রাউন্ডে জায়গা করে নেবে ভারতীয় দল।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
দোহা: বিশ্বকাপ ও এশিয়ান কাপের কোয়ালিফাইং পর্বের ম্যাচ খেলতে মঙ্গলবার ফের একবার মাঠে নামছেন ভারতীয় ফুটবলাররা ৷ এবার তাঁদের প্রতিপক্ষ আফগানিস্তান ৷ বাংলাদেশের বিরুদ্ধে গত ম্যাচে ০-২ গোলে জেতার পর আত্মবিশ্বাস তুঙ্গে ভারতীয় দলের ৷ তবে একই সঙ্গে সতর্কও ভারতীয় দলের কোচ ইগর স্তিমাচ ৷ প্রতিপক্ষ আফগানিস্তান যে একেবারেই হেলাফেলা করার মতো দল নয়, তা বিলক্ষণ জানেন সুনীলরা ৷  গ্রুপের শেষ ম্যাচে আফগানদের বিরুদ্ধে আজ ড্র করলেই এএফসি এশিয়ান কাপের তৃতীয় রাউন্ডে জায়গা করে নেবে ভারতীয় দল।
advertisement

ওমানের বিরুদ্ধে গত ম্যাচে ২-১ গোলে আফগানিস্তান হারার পর আজকের ম্যাচ ড্র করলেও তৃতীয় রাউন্ডে চলে যাবে ভারত ৷ কিন্তু ড্র নয়, ম্যাচ জিতেই পরের রাউন্ডে যেতে মরিয়া স্তিমাচ ব্রিগেড ৷ পাশাপাশি, আর একটি গোল করলেই ভারত অধিনায়ক সুনীল ছেত্রী ঢুকে পড়বেন ফুটবল ইতিহাসে দেশের জার্সিতে সর্বকালের সেরা দশ গোলদাতার তালিকায়। আর এই ম্যাচে হ্যাটট্রিক করলে কিংবদন্তি পেলেকে ছুঁয়ে ফেলার হাতছানি সুনীলের সামনে ৷ আন্তর্জাতিক ম্যাচে গোলের সংখ্যায় ইতিমধ্যেই মেসিকে পিছনে ফেলেছেন সুনীল ৷ এবার তাঁর সামনে পেলেকে টপকে যাওয়ার হাতছানি ৷ ব্রাজিলের জার্সিতে পেলের গোল রয়েছে ৭৭টি ৷ সুনীলের এই মুহূর্তে ভারতের হয়ে গোলের সংখ্যা ৭৪ ৷ তাই আজকের ম্যাচে কী হয়, তা দেখার জন্য মুখিয়ে রয়েছেন ভারতীয় সমর্থকরা ৷

advertisement

বাংলা খবর/ খবর/খেলা/
Sunil Chhetri: কিংবদন্তি পেলেকে ছুঁতে সুনীলের চাই আর ক’টা গোল ?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল