ওমানের বিরুদ্ধে গত ম্যাচে ২-১ গোলে আফগানিস্তান হারার পর আজকের ম্যাচ ড্র করলেও তৃতীয় রাউন্ডে চলে যাবে ভারত ৷ কিন্তু ড্র নয়, ম্যাচ জিতেই পরের রাউন্ডে যেতে মরিয়া স্তিমাচ ব্রিগেড ৷ পাশাপাশি, আর একটি গোল করলেই ভারত অধিনায়ক সুনীল ছেত্রী ঢুকে পড়বেন ফুটবল ইতিহাসে দেশের জার্সিতে সর্বকালের সেরা দশ গোলদাতার তালিকায়। আর এই ম্যাচে হ্যাটট্রিক করলে কিংবদন্তি পেলেকে ছুঁয়ে ফেলার হাতছানি সুনীলের সামনে ৷ আন্তর্জাতিক ম্যাচে গোলের সংখ্যায় ইতিমধ্যেই মেসিকে পিছনে ফেলেছেন সুনীল ৷ এবার তাঁর সামনে পেলেকে টপকে যাওয়ার হাতছানি ৷ ব্রাজিলের জার্সিতে পেলের গোল রয়েছে ৭৭টি ৷ সুনীলের এই মুহূর্তে ভারতের হয়ে গোলের সংখ্যা ৭৪ ৷ তাই আজকের ম্যাচে কী হয়, তা দেখার জন্য মুখিয়ে রয়েছেন ভারতীয় সমর্থকরা ৷
advertisement
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
June 15, 2021 2:36 PM IST