কথায় বলে অ্যাটাক ইজ দ্য বেস্ট ডিফেন্স। কোনও দল যদি এতটাই রক্ষণাত্মক হয়ে খেলে তা হলে তাদের গোল খাওয়ার ঝুঁকি এমনিতেই বেড়ে যায়। এদিন সেটাই হল বাংলাদেশের সঙ্গে। বারবার ভারতীয় স্ট্রাইকাররা বাংলাদেশের ডিফেন্স ভাঙার চেষ্টা করছিলেন। বেশ কয়েকবার সহজ সুযোগ পেলেন সন্দেশ ঝিঙ্গানরা। কিন্তু শেষ পর্যন্ত তালা খুলে দিলেন সেই সুনীল ছেত্রী। পরিসংখ্যান বলছে, সুনীল ছেত্রী থাকলে ভারতের বিরুদ্ধে বাংলাদেশ জিততে পারে না। সেই পরিসংখ্যান যে একেবারে সত্যি তা এদিনের ম্যাচে আরো একবার প্রমাণ হয়ে গেল। বাংলাদেশের জমাট রক্ষণ ভাঙতে বারবার ব্যর্থ হচ্ছিলেন ভারতীয় ফুটবলাররা। এমনকী সুনীল ছেত্রীও এদিন দ্বিতীয়ার্ধে আনমার্কড থাকা অবস্থায় একটি সহজ সুযোগ হাতছাড়া করেন। কিছুক্ষণ পরই অবশ্য নিজের জাত চিনিয়ে দেন ভারতীয় অধিনায়ক। অসাধারণ একটি ক্রস ফলো করে বাংলাদেশের জালে বল জড়িয়ে দেন সুনীল।
advertisement
সদ্য করোনা জয় করে উঠেছেন তিনি। গত ম্যাচে কাতারের বিরুদ্ধে তাঁকে বেশিক্ষণ মাঠে রাখেননি ভারতীয় দলের কোচ ইগর স্টিমাচ। কিন্তু এদিন তাঁকে ছন্দেই দেখাল। প্রথম থেকেই গোল করার জন্য মরিয়া ছিলেন ছেত্রী। একটা সময় মনে হচ্ছিল বাংলাদেশের রক্ষণ ভেঙে আর গোল করা হবে না ভারতের। কিন্তু শেষ পর্যন্ত মুশকিল আসান হলেন সেই সুনীল ছেত্রী।