TRENDING:

Euro 2020 Round of 16: কোন কোন দেশ কোয়ালিফাই করল! কে খেলবে কার বিরুদ্ধে! জেনে নিন

Last Updated:
impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মাদ্রিদ: গ্রুপ পর্বের খেলা চলতি সপ্তাহেই শেষ। বেশ কয়েকটি দেশ ইতিমধ্যে রাউন্ড অফ সিক্সটিন-এ খেলার যোগ্যতা অর্জন করেছে। তবে এখনও বেশ কিছু দলের অপেক্ষা করতে হবে। কাউকে তাকিয়ে থাকতে হবে অন্য দলগুলির খেলার ফলের দিকে। গ্রুপের ফার্স্ট বয় ও রানার্স-আপ সরাসরি নক-আউট পর্বে খেলার যোগ্যতা অর্জন করবে। এক্ষেত্রে আবার ছটি রানার্স-আপের মধ্যে চারটি নক-আউটে যেতে পারবে।
advertisement

গ্রুপ উইনার হিসাবে ইতিমধ্যে নক-আউটে পৌঁছেছে ইতালি, বেলজিয়াম, নেদারল্যান্ডস।

রানার্স-আপ হিসাবে নক-আউটে পৌঁছেছে ওয়েলস, ডেনমার্ক, অস্ট্রিয়া।

চেক প্রজাতন্ত্র, ইংল্যান্ড, সুইডেন ও ফ্রান্সের সম্ভাবনা প্রবল। গ্রুপে তৃতীয় পজিশনে থাকলেও সুইজারল্যান্ডের পরের রাউন্ডে যাওয়ার সম্ভাবনা রয়েছে এখনও।

Euro 2020 Round of 16 Fixture-

শনিবার, ২৬ জুন- ওয়েলস বনাম ডেনমার্ক, রাত সাড়ে নটা।

advertisement

শনিবার, ২৬ জুন- ইতালি বনাম অস্ট্রিয়া, রাত সাড়ে বারোটা।

রবিবার, ২৭ জুন- নেদারল্যান্ডস বনাম 3D/E/F, রাত সাড়ে নটা।

রবিবার, ২৭ জুন- বেলজিয়াম বনাম 3A/D/E/F, রাত সাড়ে বারোটা।

সোমবার, ২৮ জুন- 2D বনাম 2E, রাত সাড়ে নটা।

সোমবার, ২৮ জুন- 1F বনাম 3A/B/C, রাত সাড়ো বারোটা।

মঙ্গলবার, ২৯ জুন- 1D বনাম 2F, রাত সাড়ে নটা।

advertisement

মঙ্গলবার, ২৯ জুন- 1E বনাম 3A/B/C/D, রাত সাড়ে বারোটা।

এই মুহূর্তে সব থেকে বেশি আলোচনা হচ্ছে গ্রুপ-এফ নিয়ে। এই গ্রুপকেই এবার গ্রুফ অফ ডেথ বলা হচ্ছে। পর্তুগাল ও জার্মানির মতো শক্তিশালী দল রয়েছে এই গ্রুপে। আর এই গ্রুপ থেকেই এবার যে কোনও একটি হেভিওয়েট দল বিদায় নেবে। ফ্রান্স এবার খেলবে পর্তুগালের বিরুদ্ধে। জার্মানি খেলবে জায়ান্ট কিলার হাঙ্গেরির বিরুদ্ধে। ফলে এবার এই গ্রুপ থেকে প্রথম পর্বের পরই কোনও বড় দলের বিদায়ের সম্ভাবনা তৈরি হয়েছে। যা কি না ফুটবলভক্তদের কাছএ খারাপ একটা খবর। কিন্তু কিছু তো করার নেই। যে কোনও টুর্নামেন্টেই এমন একটি করে গ্রুপ অফ ডেথ-এর অস্তিত্ব থাকে।

advertisement

বাংলা খবর/ খবর/খেলা/
Euro 2020 Round of 16: কোন কোন দেশ কোয়ালিফাই করল! কে খেলবে কার বিরুদ্ধে! জেনে নিন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল