TRENDING:

প্রয়াত পিকে বন্দ্যোপাধ্যায়, ভারতীয় ফুটবলে ইন্দ্রপতন (১৯৩৬-২০২০)

Last Updated:

PK Banerjee : প্রয়াত পিকে ব্যানার্জি, ভারতীয় ফুটবলের কিংবদন্তি (১৯৩৬-২০২০) | Ex Indian Footballer PK Banerjee passed away

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা : শেষ হল একটা সোনার অধ্যায়ের৷ চলে গেলেন বাংলা তথা ভারতের অন্যতম সেরা ফুটবলার ও কোচ পিকে বন্দ্যোপাধ্যায়৷ সোমবার থেকেই চিকিৎসকরা ইঙ্গিত দিয়েছিলেন পরিস্থিতি আয়ত্তের বাইরে যাচ্ছে ৷ পিকে র মৃত্যুতে শোকের ছায়া কলকাতা ফুটবল মহলে ৷ শুধু ফুটবলার হিসেবেই নয় কোচ হিসেবেও ভারতীয় ফুটবল তথা কলকাতা ক্লাব ফুটবলকে সমৃদ্ধ করেছিলেন তিনি ৷
advertisement

সোমবার ভেন্টিলেশনে ছিলেন কিংবদন্তি ফুটবলার ৷ বেশ কিছু দিন ধরে বেসরকারি হাসপাতালে ভর্তি  ছিলেন  বুকে সংক্রমণ৷ এছাড়াও  দীর্ঘদিন ধরে পারকিনসনে  আক্রান্ত পিকে ৷ কিংবদন্তি ফুটবলার  প্রদীপ বন্দ্যোপাধ্যায়ের বয়স ৮৩। স্নায়ুর সমস্যায় অনেক দিন ধরেই আক্রান্ত ছিলেন তিনি ৷

এর আগে  জানুয়ারি মাসের ২১ তারিখে অসুস্থ হয়েছিলেন  প্রাক্তন ফুটবলার প্রদীপ বন্দ্যোপাধ্যায় ৷ তাঁকে ভর্তি করা হয়েছিল বাইপাসের এক বেসরকারি হাসপাতালে ৷

advertisement

এই মুহূর্তে বেসরকারি হাসপাতালের পক্ষ থেকে জারি করা হেলথ বুলেটিনে জানানো হয়েছে, ‘হঠাৎ করেই প্রবাদপ্রতিম ফুটবলার পিকে বন্দ্যোপাধ্যায়ের শারীরিক অবস্থা ভীষণ খারাপ হয়েছে ৷ ওনাকে ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে ভেন্টিলেশনে পাঠানো হয়েছে ৷ স্পেশালিস্টদের তত্বাবধানে পুরো বিষয়টির ওপর কড়া নজর রাখা হয়ে গেছে ৷ তাঁকে দেখছেন পালমোনলজিস্ট ডক্টর নন্দিনী বিশ্বাস, ইন্টারনাল মেডিসিন ও ইনটেনশিভিস্ট ডক্টর তন্ময় বন্দ্যোপাধ্যায় ছাড়া নিউরোসায়েন্সের দলে রয়েছেন এলএন ত্রিপাঠী এবং ডক্টর সুনন্দন বসু ৷ ’

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

সল্টলেকের বাসভবনে মাঝে মধ্যেই অসুস্থ হয়ে পড়েন। সল্টলেকে সেবার  সকালেও নিজের বাড়িতে গুরুতর অসুস্থ হয়ে পড়েছিলেন তিনি । দ্রুত তাকে বাইপাস একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল৷ স্নায়ু বিশেষজ্ঞ সুনন্দন বসুর তত্বাবধানে ভর্তি ছিলেন তিনি।সে সময়  অবস্থা দ্রুত স্থিতিশীল হওয়ায় ভাল  হয়ে বাড়ি ফেরেন  জনপ্রিয় ফুটবলার ৷  তবে নিয়মিত তাঁকে চিকিৎসকদের কড়া নজরে  থাকতে হয় ৷

advertisement

বাংলা খবর/ খবর/খেলা/
প্রয়াত পিকে বন্দ্যোপাধ্যায়, ভারতীয় ফুটবলে ইন্দ্রপতন (১৯৩৬-২০২০)
Open in App
হোম
খবর
ফটো
লোকাল