TRENDING:

Italy draw vs Ireland : গোলশূন্য ড্র, এবার বিশ্বকাপের টিকিট পাওয়ার পথে ধাক্কা খেল ইউরো চ্যাম্পিয়ন ইতালি

Last Updated:

Italy missing out on an automatic place at Qatar 2022 . ২০১৮ সালের রাশিয়া বিশ্বকাপে ছিল না চারবারের বিশ্ব চ্যাম্পিয়ন দল ইতালি।নর্দার্ন আয়ারল্যান্ডের সঙ্গে ড্র করে প্লে-অফে চলে গেছে ইতালি।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
ইতালি - ০
আইরিশদের বিরুদ্ধে আটকে গেল ইতালি
আইরিশদের বিরুদ্ধে আটকে গেল ইতালি
advertisement

নর্দার্ন আয়ারল্যান্ড -০

#বেলফাস্ট: ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর পর্তুগালের পর এবার ধাক্কা খেল ইতালি। এক রাত আগেই সার্বিয়ার কাছে হেরে বিশ্বকাপের টিকিট পাওয়া থমকে গিয়েছিল পর্তুগালের। ২০১৮ সালের রাশিয়া বিশ্বকাপে ছিল না চারবারের বিশ্ব চ্যাম্পিয়ন দল ইতালি। সেই ব্যর্থতার পর থেকে রবার্তো মানচিনির অধীনে দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে আজ্জুরিরা, জিতে নিয়েছে সবশেষ ইউরো চ্যাম্পিয়নশিপের শিরোপা। কিন্তু বিশ্বকাপ ভাগ্যে যেন বদল আনতে পারছে না তারা।

advertisement

আরও পড়ুন - East Bengal ISL new season : লাল হলুদে ফিল গুড ফ্যাক্টর, সিনিয়র জুনিয়র কম্বিনেশনে সাফল্যের আশায় অরিন্দম

ইউরোপিয়ান অঞ্চলের বাছাই থেকে অনিশ্চিত হয়ে পড়েছে ইতালির ২০২২ সালের বিশ্বকাপে অংশগ্রহণ। নর্দার্ন আয়ারল্যান্ডের সঙ্গে ড্র করে প্লে-অফে চলে গেছে ইতালি। সোমবার রাতে পাশাপাশি সময়েই ছিল সি গ্রুপের শেষ দুটি ম্যাচ। যেখানে সবার নজর ছিল নর্দার্ন আয়ারল্যান্ড-ইতালি ও সুইজারল্যান্ড-বুলগেরিয়া ম্যাচ। নিজেদের ম্যাচ ৪-০ গোলে জিতে নিয়েছে সুইজারল্যান্ড। কিন্তু নর্দার্ন আয়ারল্যান্ডে হোঁচট খেয়েছে ইতালি।

advertisement

যার ফলে সি গ্রুপের সব খেলা শেষে আট ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে টেবিল টপার হয়ে গেছে সুইজারল্যান্ড। সমান ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয়তে ইতালি। কিন্তু ইউরোপিয়ান অঞ্চলের বাছাইয়ে প্রতি গ্রুপ থেকে শুধুমাত্র শীর্ষ দলই পাবে কাতার বিশ্বকাপের টিকিট, দ্বিতীয় হওয়া দলকে খেলতে হবে প্লে-অফ। তাই শেষ ম্যাচে ৪-০ গোলের জয়ে সরাসরি বিশ্বকাপে পৌঁছে গেছে সুইসরা। অন্যদিকে ২০১৮ সালের পর ২০২২ সালের বিশ্বকাপ নিয়েও শঙ্কায় পড়ে গেছে ইতালি।

advertisement

তবে তাদের সবকিছু শেষ হয়ে যায়নি। কেননা ১২ দলের প্লে-অফ থেকে আরও তিন দল পাবে বিশ্বকাপ খেলার সুযোগ। অথচ দুই ম্যাচ আগেও পূর্ণ নিয়ন্ত্রণ ছিল ইতালির হাতে। তখন ছয় ম্যাচে তাদের সংগ্রহ ছিল ১৪ পয়েন্ট, সমান ম্যাচে সুইজারল্যান্ডেরও ছিল ১৪ পয়েন্ট। সপ্তম ম্যাচে মুখোমুখি হয়েছিল সুইজারল্যান্ড ও ইতালি। সেদিন ম্যাচের শেষ দিকে পেনাল্টি পেয়েও গোল করতে পারেনি ইউরো চ্যাম্পিয়নরা। ফলে ম্যাচ শেষ হয় ১-১ গোলে ড্র থেকে, দুই দলই পায় একটি করে পয়েন্ট।

advertisement

আর শেষ ম্যাচে ইতালি যেখানে ড্র করেছে গোল শূন্য ব্যবধানে, সেখানে সুইসরা জিতেছে ৪-০ গোলে। সুইদের বিপক্ষে সেই পেনাল্টি মিসের মাশুলই দিতে হল ইতালিকে । ইতালির হেড কোচ রবার্তো মানচিনি অবশ্য মনে করেন যথেষ্ট সুযোগ রয়েছে কাতার বিশ্বকাপে কোয়ালিফাই করার। এই মুহূর্তে তাদের প্রধান লক্ষ্য মার্চ মাসে হতে চলা প্লে-অফে পারফর্ম করা এবং তারপর কাতারের বিমানে ওঠা। এদিন নিয়মিত পাঁচ থেকে ছয় জন ফুটবলারকে পায়নি ইতালি। সেটাও একটা পার্থক্য গড়ে দিয়েছে।

বাংলা খবর/ খবর/খেলা/
Italy draw vs Ireland : গোলশূন্য ড্র, এবার বিশ্বকাপের টিকিট পাওয়ার পথে ধাক্কা খেল ইউরো চ্যাম্পিয়ন ইতালি
Open in App
হোম
খবর
ফটো
লোকাল