গত কয়েক সপ্তাহে করোনা সংক্রমণের হার বৃদ্ধির নিরিখে মস্কোর পরেই রয়েছে সেইন্ট পিটার্সবার্গ। শহরের গভর্নর আলেকজান্দার বেগরোফ জানাচ্ছেন, আসলে হঠাৎ করেই এখানে আবহাওয়ার ব্যাপক তারতম্য হয়েছে। ফলে ভাইরাসের দাপাদাপি বেড়েছে আবার। আমরা এখানে দুটি অস্থায়ী হাসপাতাল তৈরি করেছিল। সেখানেই করোনা আক্রান্তদের চিকিত্সা চলছে। তবে গবেষকরা মনে করছেন, এই শহরের অর্ধেকের বেশি মানুষের মধ্যে অ্য়ান্টিবডি তৈরি হয়েছে। তাই কেউই আর মাস্ক পরতে চাইছে না। অনেকেই মনে করছেন, আমরা করোনা মহামারী কাটিয়ে উঠেছি। তবে গত কয়েক সপ্তাহে নতুন করে আক্রান্তের সংখ্যা বেড়েছে। যা কি না চিন্তার। গত কয়েক মাসে এখানে রোজ গড়ে ৭০০ জন করোনা আক্রান্ত হয়েছে। সংখ্যাটা কমেছিল। তবে গত তিন সপ্তাহ ধরে আবার রোজ গড়ে ৮০০ জন আক্রান্ত হচ্ছে।
advertisement
সেইন্ট পিটার্সবাগে ইউরোর ম্যাচ দেখতে আসা দর্শকদের মুখে মাস্ক থাকতে হবে। গ্যালারি ভরা থাকবে ৫০ শতাংশ। সেসব জানিয়ে দিয়েছে ইউরোর আয়োজকরা। তবে গত কয়েক সপ্তাহ ধরে সেখানে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে যাওয়ায় ইউরোর উদ্য়োক্তাদের চিন্তা বেড়েছে। তবুও তাঁরা মুখে বলছেন, ফুটবলার ও সাপোর্ট স্টাফদের স্বাস্থ্য় সুরক্ষায় সবরকম ব্যবস্থা নেওয়া হবে। এদিকে, ইউরোর ম্যাচের জন্য আশোপাশের অঞ্চল থেকেও বহু ফুটবলভক্ত ইতিমধ্যে সেইন্ট পিটার্সবার্গে এসে ভিড় করেছেন। ফলে সেখানে এখন হোটেলে ঘর পাওয়া বড় চ্যালেঞ্জ।