TRENDING:

Euro 2020: ৬০ বছর ধরে চলছে এই টুর্নামেন্ট, জেনে নিন কাদের মাথায় উঠেছে মুকুট

Last Updated:

এখনও অবধি ১০ টি দল হয়েছে ইউরো চ্যাম্পিয়ন৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: এ পর্যন্ত ইউরো আয়োজিত হয়েছে ১৫ বার৷ তার মধ্য ১০ টি দল ইউরোপ সেরার খেতাব জিতেছে৷ এরমধ্যে জার্মানি, স্পেন তিনবার করে চ্যাম্পিয়ন হয়েছে৷ বেশিবার খেতাব জয়ীদের তালিকায় দু নম্বরে রয়েছে ফ্রান্স৷ তারা ২ বার চ্যাম্পিয়ন হয়েছে৷ এছাড়া সোভিয়েত ইউনিয়ন, নেদারল্যান্ডস, ইতালি, যুগস্লোভিয়া, ডেনমার্ক, গ্রিস, ও পর্তুগাল একবার করে খেতাব জিতেছে৷
advertisement

১৯৬০ সালের প্রথমবার আয়োজন হয়েছিল ইউরো৷ প্রথমবারের ইউরোপ সেরা খেতাব জিতেছিল সোভিয়েত ইউনিয়ন আর রানার্স হয়েছিল যুগস্লোভিয়া৷ ১৯৬৪ তে চ্যাম্পিয়ন হয় স্পেন আর রানার্স তদানীন্তন রাশিয়া৷ ১৯৬৮ সালে সেরা হয় ইতালি ও রানার্স যুগোস্লাভিয়া৷ ১৯৭২ সালে চ্যাম্পিয়ন হয় পশ্চিম জার্মানি৷  সেই বছর অন্য ফাইনালিস্ট সোভিয়েত ইউনিয়ন৷ ১৯৭৬ -র সেরা যুগস্লোভিয়া ও দ্বিতীয় পশ্চিম জার্মানি৷

advertisement

১৯৮০ সাল থেকে আকারে বড় হয় ইউরো৷ এই বছরের চ্যাম্পিয়ন পশ্চিম জার্মানি এবং রানার্স বেলজিয়াম৷ ১৯৮৪ তে চ্যাম্পিয়ান ও রানার্স ফ্রান্স ও স্পেন৷১৯৮৮ তে নেদারল্যান্ডস ও সোভিয়েত ইউনিয়ন সেরা ও ফাইনালিস্ট৷ ১৯৯২ তে নতুন চ্যাম্পিয়ন ডেনমার্ক আর রানার্স জার্মানি৷

১৯৯৬ সালে ফের একবার ফর্ম্যাটে বদল ১৬ দল নিয়ে শুরু হয় ইউরো টুর্নামেন্ট৷ জার্মানি চ্যাম্পিয়ন ও চেক প্রজাতন্ত্র রানার্স৷ ২০০০ সালের চ্যাম্পিয়ন ফ্রান্স ও রানার্স ইতালি৷ ২০০৪ সালে সেরা গ্রিস ও ফাইনালিস্ট পর্তুগাল৷ ২০০৮ র প্রথম ও দ্বিতীয় স্পেন ও জার্মানি৷ ২০১২ তে ফের সেরা স্পেন এবার রানার্স ইতালি৷ ২০১৬ তে চ্যাম্পিয়ন হয়েছিল পর্তুগাল ও রানার্স ফ্রান্স৷

advertisement

এদিকে এবারের ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ খেলা হবে সারা ইউরোপ জুড়ে৷ মোট ১১ টি শহরে বসবে ইউরো-র আসর৷ ২০২০-তে নির্ধারিত থাকলেও করোনা ভাইরাসের প্রকোপে তা সূচি মেনে করা যায়নি৷ সেটাই ২০২১ এ হবে৷ তবে ৬০ বছরের ইউরোর ইতিহাসে প্রথমবার এমন হতে চলেছে যে একটি দেশের ভ্যেনুতে না হয়ে সারা ইউরোপের বিভিন্ন দেশের বড় শহরে বসবে ইউরোপ সেরার ফুটবল মহাযজ্ঞ৷ ১১ জুন থেকে শুরু হচ্ছে এই টুর্নামেন্ট, তবে ভারতীয় সময় হিসেবে ধরলে ১২ জুন রাত সাড়ে বারোটায় প্রথম ম্যাচ৷

advertisement

আয়োজক শহরগুলি হল লন্ডন, সেভিয়া, গ্লাসগো, কোপেনহেগেন, বুদাপেস্ট, আর্মস্টারডাম. বুখারেস্ট, রোম ,মিউনিখ, বাকু ও সেন্ট পিটার্সবার্গ৷

বাংলা খবর/ খবর/খেলা/
Euro 2020: ৬০ বছর ধরে চলছে এই টুর্নামেন্ট, জেনে নিন কাদের মাথায় উঠেছে মুকুট
Open in App
হোম
খবর
ফটো
লোকাল