TRENDING:

Euro 2020: ৬০ বছর ধরে চলছে এই টুর্নামেন্ট, জেনে নিন কাদের মাথায় উঠেছে মুকুট

Last Updated:

এখনও অবধি ১০ টি দল হয়েছে ইউরো চ্যাম্পিয়ন৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: এ পর্যন্ত ইউরো আয়োজিত হয়েছে ১৫ বার৷ তার মধ্য ১০ টি দল ইউরোপ সেরার খেতাব জিতেছে৷ এরমধ্যে জার্মানি, স্পেন তিনবার করে চ্যাম্পিয়ন হয়েছে৷ বেশিবার খেতাব জয়ীদের তালিকায় দু নম্বরে রয়েছে ফ্রান্স৷ তারা ২ বার চ্যাম্পিয়ন হয়েছে৷ এছাড়া সোভিয়েত ইউনিয়ন, নেদারল্যান্ডস, ইতালি, যুগস্লোভিয়া, ডেনমার্ক, গ্রিস, ও পর্তুগাল একবার করে খেতাব জিতেছে৷
advertisement

১৯৬০ সালের প্রথমবার আয়োজন হয়েছিল ইউরো৷ প্রথমবারের ইউরোপ সেরা খেতাব জিতেছিল সোভিয়েত ইউনিয়ন আর রানার্স হয়েছিল যুগস্লোভিয়া৷ ১৯৬৪ তে চ্যাম্পিয়ন হয় স্পেন আর রানার্স তদানীন্তন রাশিয়া৷ ১৯৬৮ সালে সেরা হয় ইতালি ও রানার্স যুগোস্লাভিয়া৷ ১৯৭২ সালে চ্যাম্পিয়ন হয় পশ্চিম জার্মানি৷  সেই বছর অন্য ফাইনালিস্ট সোভিয়েত ইউনিয়ন৷ ১৯৭৬ -র সেরা যুগস্লোভিয়া ও দ্বিতীয় পশ্চিম জার্মানি৷

advertisement

১৯৮০ সাল থেকে আকারে বড় হয় ইউরো৷ এই বছরের চ্যাম্পিয়ন পশ্চিম জার্মানি এবং রানার্স বেলজিয়াম৷ ১৯৮৪ তে চ্যাম্পিয়ান ও রানার্স ফ্রান্স ও স্পেন৷১৯৮৮ তে নেদারল্যান্ডস ও সোভিয়েত ইউনিয়ন সেরা ও ফাইনালিস্ট৷ ১৯৯২ তে নতুন চ্যাম্পিয়ন ডেনমার্ক আর রানার্স জার্মানি৷

১৯৯৬ সালে ফের একবার ফর্ম্যাটে বদল ১৬ দল নিয়ে শুরু হয় ইউরো টুর্নামেন্ট৷ জার্মানি চ্যাম্পিয়ন ও চেক প্রজাতন্ত্র রানার্স৷ ২০০০ সালের চ্যাম্পিয়ন ফ্রান্স ও রানার্স ইতালি৷ ২০০৪ সালে সেরা গ্রিস ও ফাইনালিস্ট পর্তুগাল৷ ২০০৮ র প্রথম ও দ্বিতীয় স্পেন ও জার্মানি৷ ২০১২ তে ফের সেরা স্পেন এবার রানার্স ইতালি৷ ২০১৬ তে চ্যাম্পিয়ন হয়েছিল পর্তুগাল ও রানার্স ফ্রান্স৷

advertisement

এদিকে এবারের ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ খেলা হবে সারা ইউরোপ জুড়ে৷ মোট ১১ টি শহরে বসবে ইউরো-র আসর৷ ২০২০-তে নির্ধারিত থাকলেও করোনা ভাইরাসের প্রকোপে তা সূচি মেনে করা যায়নি৷ সেটাই ২০২১ এ হবে৷ তবে ৬০ বছরের ইউরোর ইতিহাসে প্রথমবার এমন হতে চলেছে যে একটি দেশের ভ্যেনুতে না হয়ে সারা ইউরোপের বিভিন্ন দেশের বড় শহরে বসবে ইউরোপ সেরার ফুটবল মহাযজ্ঞ৷ ১১ জুন থেকে শুরু হচ্ছে এই টুর্নামেন্ট, তবে ভারতীয় সময় হিসেবে ধরলে ১২ জুন রাত সাড়ে বারোটায় প্রথম ম্যাচ৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
বেড়ার জালে ছটফট করছে দু'টো হলুদ চোখ! এমন ভয়ানক ঘটনায় এলাকায় আতঙ্ক
আরও দেখুন

আয়োজক শহরগুলি হল লন্ডন, সেভিয়া, গ্লাসগো, কোপেনহেগেন, বুদাপেস্ট, আর্মস্টারডাম. বুখারেস্ট, রোম ,মিউনিখ, বাকু ও সেন্ট পিটার্সবার্গ৷

বাংলা খবর/ খবর/খেলা/
Euro 2020: ৬০ বছর ধরে চলছে এই টুর্নামেন্ট, জেনে নিন কাদের মাথায় উঠেছে মুকুট
Open in App
হোম
খবর
ফটো
লোকাল