TRENDING:

Euro 2020: মুলারের শাপমোচন. তিন বছর বাদে গোল, প্রস্তুতি ম্যাচে বড় জয় জার্মানির

Last Updated:

১১ জুলাই ওয়েম্বলিতে (Wembley Stadium ) ইউরো ২০২০ -র (Euro 2020) ফাইনাল ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#ডুসেলডর্ফ: তিন বছরের অপেক্ষার পর নিজের প্রথম গোল পেলেন জার্মানির থমাস মুলার (Thomas Mueller)৷  ইউরো ২০২০ -র (Euro 2020)  আগে ওয়ার্ম আপ ম্যাচে লাটাভিয়াকে ৭-১ গোলে উড়িয়ে দিল জার্মানি৷ ধারেভারে পিছিয়ে থাকা দেশকে নিয়ে কার্যত ছেলেখেলা
advertisement

ফিফা ক্রমতালিকার ১৩৮ তম স্থানে থাকা লাটাভিয়া নিজের অর্ধ থেকে বিপক্ষের অর্ধে কতবার গেছে হাতে গুনে বলার মতো৷ অন্যদিকে জার্মানিও নিজের দুরন্ত ফর্মে থেকে যে প্রস্তুতি ম্যাচ খেলল জার্মানি তা আটদিন বাদে ফ্রান্সের বিরুদ্ধে তাদের প্রথম ম্যাচের আগে নিশ্চিতভাবে মনোবল অনেকটা বাড়িয়ে দিল৷ মিউনিখে তারা খেলবে ফ্রান্সের বিরুদ্ধে৷

২ বছর আন্তর্জাতিক ফুটবল থেকে বাইরে থাকার পর এদিন মুলার গোল পেলেন৷ এছাড়াও এদিন জার্মানির জার্সিতে গোল পান Ilkay Gundogan ও Timo Werner৷

advertisement

২০১৮ -র পর প্রথম গোল পাওয়া মুলার এদিন বলেন - ‘‘ফলাফলটা খুব গুরুত্বপূর্ণ নয়, আমরা ফুটবলটা খেলতে চেয়েছিলাম আর সেগুলি ব্যবহারিক প্রয়োগ করতে ৷’’

তিনি আরও বলেন , ‘‘এটা ভালো লেগেছে যে জয়টা একেবারে ভালোভাবে এসেছে৷ তবে আমরা জানি ফ্রান্সের বিরুদ্ধে খেলাটা একেবারে অন্যরকম হবে৷ সেটা একেবারে পরিষ্কার৷’’

জার্মানির অধিনায়ক ম্যানুয়েল ন্যুয়র এদিন মাঠে নামার আগে সতীর্থদের থেকে সম্বর্ধনা পান৷ কারণ তিনি প্রথম গোলরক্ষক যিনি জাতীয় দলের জার্সিতে ১০০ তম ম্যাচ খেললেন৷

advertisement

ডুসেলডর্ফে অবশ্য এদিনের ম্যাচে অবশ্য তাঁকে প্রায় কোনও পরিশ্রমই করতে হয়নি৷

এদিন একবারই তাঁকে পরাস্ত করে লাটাভিয়া একটি সান্ত্বনামূলক গোল পায় ম্যাচ শেষ হওয়ার ১৫ মিনিট আগে৷

জার্মানির কোচ জোয়াকিম লো এদিন নিজের দলে ৪ টি বদল করেছিলেন৷ শেষ ম্যাচে ডেনমার্কের বিরুদ্ধে ১-১ গোলে ড্র করেছিল ৷ জার্মানি ৩-০ গোলে যখন এগিয়েছিল তখন নিজের ৩ বছরের গোল খরা কাটিয়ে গোল পান টমাস মুলার৷

advertisement

১০২ টি ম্যাচ খেলে তাঁর গোলের সংখ্যা ৩৯৷  Euro 2020 finals  -র আগে এটা জার্মানির জন্য বাড়তি মনোবল বৃদ্ধির৷ এবারের ইউরো গ্রুপে জার্মানির দলে রয়েছে ফ্রান্স (France) ও পর্তুগালের (Portugal ) মতো হেভিওয়েটরা৷ তারা রয়েছে গ্রুপ এফ (Group F)

সেরা ভিডিও

আরও দেখুন
বেড়ার জালে ছটফট করছে দু'টো হলুদ চোখ! এমন ভয়ানক ঘটনায় এলাকায় আতঙ্ক
আরও দেখুন

মুলার এদিন ইয়ার্কি করে বলেন. ‘‘জুলাই অবধি আমরা সকলে সব ফ্রি রেখেছি৷ যা খুশি হতে পারে৷ ’ ১১ জুলাই ওয়েম্বলিতে (Wembley Stadium ) ইউরো ২০২০ -র ফাইনাল৷

advertisement

বাংলা খবর/ খবর/খেলা/
Euro 2020: মুলারের শাপমোচন. তিন বছর বাদে গোল, প্রস্তুতি ম্যাচে বড় জয় জার্মানির
Open in App
হোম
খবর
ফটো
লোকাল