ফিফা ক্রমতালিকার ১৩৮ তম স্থানে থাকা লাটাভিয়া নিজের অর্ধ থেকে বিপক্ষের অর্ধে কতবার গেছে হাতে গুনে বলার মতো৷ অন্যদিকে জার্মানিও নিজের দুরন্ত ফর্মে থেকে যে প্রস্তুতি ম্যাচ খেলল জার্মানি তা আটদিন বাদে ফ্রান্সের বিরুদ্ধে তাদের প্রথম ম্যাচের আগে নিশ্চিতভাবে মনোবল অনেকটা বাড়িয়ে দিল৷ মিউনিখে তারা খেলবে ফ্রান্সের বিরুদ্ধে৷
২ বছর আন্তর্জাতিক ফুটবল থেকে বাইরে থাকার পর এদিন মুলার গোল পেলেন৷ এছাড়াও এদিন জার্মানির জার্সিতে গোল পান Ilkay Gundogan ও Timo Werner৷
advertisement
২০১৮ -র পর প্রথম গোল পাওয়া মুলার এদিন বলেন - ‘‘ফলাফলটা খুব গুরুত্বপূর্ণ নয়, আমরা ফুটবলটা খেলতে চেয়েছিলাম আর সেগুলি ব্যবহারিক প্রয়োগ করতে ৷’’
তিনি আরও বলেন , ‘‘এটা ভালো লেগেছে যে জয়টা একেবারে ভালোভাবে এসেছে৷ তবে আমরা জানি ফ্রান্সের বিরুদ্ধে খেলাটা একেবারে অন্যরকম হবে৷ সেটা একেবারে পরিষ্কার৷’’
জার্মানির অধিনায়ক ম্যানুয়েল ন্যুয়র এদিন মাঠে নামার আগে সতীর্থদের থেকে সম্বর্ধনা পান৷ কারণ তিনি প্রথম গোলরক্ষক যিনি জাতীয় দলের জার্সিতে ১০০ তম ম্যাচ খেললেন৷
ডুসেলডর্ফে অবশ্য এদিনের ম্যাচে অবশ্য তাঁকে প্রায় কোনও পরিশ্রমই করতে হয়নি৷
এদিন একবারই তাঁকে পরাস্ত করে লাটাভিয়া একটি সান্ত্বনামূলক গোল পায় ম্যাচ শেষ হওয়ার ১৫ মিনিট আগে৷
জার্মানির কোচ জোয়াকিম লো এদিন নিজের দলে ৪ টি বদল করেছিলেন৷ শেষ ম্যাচে ডেনমার্কের বিরুদ্ধে ১-১ গোলে ড্র করেছিল ৷ জার্মানি ৩-০ গোলে যখন এগিয়েছিল তখন নিজের ৩ বছরের গোল খরা কাটিয়ে গোল পান টমাস মুলার৷
১০২ টি ম্যাচ খেলে তাঁর গোলের সংখ্যা ৩৯৷ Euro 2020 finals -র আগে এটা জার্মানির জন্য বাড়তি মনোবল বৃদ্ধির৷ এবারের ইউরো গ্রুপে জার্মানির দলে রয়েছে ফ্রান্স (France) ও পর্তুগালের (Portugal ) মতো হেভিওয়েটরা৷ তারা রয়েছে গ্রুপ এফ (Group F)
মুলার এদিন ইয়ার্কি করে বলেন. ‘‘জুলাই অবধি আমরা সকলে সব ফ্রি রেখেছি৷ যা খুশি হতে পারে৷ ’ ১১ জুলাই ওয়েম্বলিতে (Wembley Stadium ) ইউরো ২০২০ -র ফাইনাল৷