TRENDING:

Cristiano Ronaldo: মাত্র ১৪ সেকেন্ডে ৯২ মিটার দৌড়ে দুর্ধর্ষ গোল! এই বয়সেও ‘সুপারম্যান’ রোনাল্ডো

Last Updated:

Ronaldo's Goal against Germany: ৩২ কিলোমিটার প্রতি ঘণ্টা বেগে মোট ৯২ মিটার দৌড়ে দিয়েগো জোটার বাড়ানো বল ঠান্ডা মাথায় গোলে ঠেলে দেন রোনাল্ডো ৷ গোটা মাঠ তিনি দৌড়ে গিয়েছিলেন ১৫ সেকেন্ডেরও কম সময় !

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মিউনিখ: শনিবার ইউরো কাপে জার্মানি বনাম পর্তুগাল ম্যাচ নিঃসন্দেহে এখনও পর্যন্ত এই টুর্নামেন্টের সেরা ম্যাচ ৷ গোটা ম্যাচে সবমিলিয়ে ছ-ছ’টা গোল এদিন উপভোগ করলেন দর্শকরা ৷ যার মধ্যে দুটি আবার আত্মঘাতী গোল ৷ পর্তুগাল ৪-২ গোলে ম্যাচটি হারলেও ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর করা ম্যাচের প্রথম গোলটি নিয়ে চর্চা এখন তুঙ্গে ৷ কারণ গোলটি আপাতভাবে দেখতে সহজ হলেও ভিডিও রিপ্লে দেখলেই পরিষ্কার হবে, যে ঠিক কোন জায়গা থেকে দৌড়ে এসে বলটি শেষপর্যন্ত জালে ঢোকাতে সফল হন সিআরসেভেন ৷
Photo Courtesy: Euro 2020/Twitter
Photo Courtesy: Euro 2020/Twitter
advertisement

ম্যাচের মাত্র ১৫ মিনিটের মাথাতেই গোল করে পর্তুগালকে এগিয়ে দেন রোনাল্ডো ৷ পর্তুগাল তাদের ডিফেন্সে সে সময় লোক বাড়ায়। নিজেদের বক্সেই ছিলেন রোনাল্ডো। জার্মানির টনি ক্রুসের বাড়ানো ক্রস হেড করে বিপদমুক্ত করেন তিনি। সেখান থেকেই শুরু হয় পর্তুগালের কাউন্টার অ্যাটাক। রোনাল্ডোর হেড থেকে বল পান বার্নার্ডো সিলভা। ডান প্রান্ত ধরে বল নিয়ে এগিয়ে যান তিনি। মাঠের মাঝখান দিয়ে সোজা গোল বরাবর ছুটে যান তিনি ৷ ৩২ কিলোমিটার প্রতি ঘণ্টা বেগে মোট ৯২ মিটার দৌড়ে দিয়েগো জোটার বাড়ানো বল ঠান্ডা মাথায় গোলে ঠেলে দেন রোনাল্ডো ৷  গোটা মাঠ তিনি দৌড়ে গিয়েছিলেন ১৫ সেকেন্ডেরও কম সময় !

advertisement

পর্তুগাল এই ম্যাচ হারায় তাদের পক্ষে পরের রাউন্ডে যাওয়াটা এখন যথেষ্ট কঠিন চ্যালেঞ্জ ৷ কারণ নিজেদের পরের ম্যাচে তাদের খেলতে হবে বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্সের বিরুদ্ধে ৷ গ্রুপ-‘এফ’ থেকে এখন ফ্রান্স, জার্মানি এবং পর্তুগালের মধ্যে কোন দুই দল পরের রাউন্ডে যায়, সেটাই দেখার ৷

advertisement

বাংলা খবর/ খবর/খেলা/
Cristiano Ronaldo: মাত্র ১৪ সেকেন্ডে ৯২ মিটার দৌড়ে দুর্ধর্ষ গোল! এই বয়সেও ‘সুপারম্যান’ রোনাল্ডো
Open in App
হোম
খবর
ফটো
লোকাল