ম্যাচের মাত্র ১৫ মিনিটের মাথাতেই গোল করে পর্তুগালকে এগিয়ে দেন রোনাল্ডো ৷ পর্তুগাল তাদের ডিফেন্সে সে সময় লোক বাড়ায়। নিজেদের বক্সেই ছিলেন রোনাল্ডো। জার্মানির টনি ক্রুসের বাড়ানো ক্রস হেড করে বিপদমুক্ত করেন তিনি। সেখান থেকেই শুরু হয় পর্তুগালের কাউন্টার অ্যাটাক। রোনাল্ডোর হেড থেকে বল পান বার্নার্ডো সিলভা। ডান প্রান্ত ধরে বল নিয়ে এগিয়ে যান তিনি। মাঠের মাঝখান দিয়ে সোজা গোল বরাবর ছুটে যান তিনি ৷ ৩২ কিলোমিটার প্রতি ঘণ্টা বেগে মোট ৯২ মিটার দৌড়ে দিয়েগো জোটার বাড়ানো বল ঠান্ডা মাথায় গোলে ঠেলে দেন রোনাল্ডো ৷ গোটা মাঠ তিনি দৌড়ে গিয়েছিলেন ১৫ সেকেন্ডেরও কম সময় !
advertisement
পর্তুগাল এই ম্যাচ হারায় তাদের পক্ষে পরের রাউন্ডে যাওয়াটা এখন যথেষ্ট কঠিন চ্যালেঞ্জ ৷ কারণ নিজেদের পরের ম্যাচে তাদের খেলতে হবে বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্সের বিরুদ্ধে ৷ গ্রুপ-‘এফ’ থেকে এখন ফ্রান্স, জার্মানি এবং পর্তুগালের মধ্যে কোন দুই দল পরের রাউন্ডে যায়, সেটাই দেখার ৷