TRENDING:

EURO 2020, Croatia vs Czech Republic: পেরিসিচের গোলে স্বস্তি ক্রোটদের, ম্যাচ ১-১ ড্র

Last Updated:

Croatia vs Czech Republic: এদিন প্রথমে পিছিয়ে পড়েও শেষপর্যন্ত ১-১ গোলে ম্যাচ ড্র রাখতে সফল ক্রোয়েশিয়া ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
ক্রোয়েশিয়া: ১ (ইভান পেরিসিচ-৪৭’)
Photo Courtesy: Euro 2020/Twitter
Photo Courtesy: Euro 2020/Twitter
advertisement

চেক প্রজাতন্ত্র: ১ (প্যাট্রিক শিক-৩৭’-পেনাল্টি)

গ্লাসগো: গ্লাসগোর হ্যাম্পডেন পার্কে ঠিক যেমন লড়াইটা ম্যাচে এদিন আশা করা হয়েছিল, তেমনটাই ঘটল বাস্তবেও ৷ চেক প্রজাতন্ত্রকে কড়া টক্কর দেওয়ার মতো ক্ষমতা যে ক্রোয়েশিয়ার এই দলের রয়েছে, তা আর বলার অপেক্ষা রাখে না ৷ ২০১৮ রাশিয়া বিশ্বকাপে রানার্স ক্রোটরা এখন আর হেলাফেলা করার মতো কোনও টিম নয় ৷ এদিন প্রথমে পিছিয়ে পড়েও শেষপর্যন্ত ১-১ গোলে ম্যাচ ড্র রাখতে সফল ক্রোয়েশিয়া ৷

advertisement

ম্যাচের ৩৭ মিনিটে পেনাল্টিতে গোল করে চেক প্রজাতন্ত্রকে এগিয়ে দেন প্যাট্রিক শিক ৷ প্রথমার্ধে ১-০ গোলে এগিয়ে থাকলেও দ্বিতীয়ার্ধে খুব বেশি সময় এই লিড ধরে রাখতে পারেননি চেকরা ৷ ম্যাচের ৪৭ তম মিনিটে গোল করে ক্রোয়েশিয়াকে সমতায় ফেরান ইভান পেরিসিচ ৷ এর আগে সোমবার গ্লাসগোর এই মাঠেই স্কটল্যান্ডকে ২-০ গোলে হারিয়েছিল চেক প্রজাতন্ত্র ৷

advertisement

এদিকে আজ, শুক্রবার রাতেই নিজেদের দ্বিতীয় ম্যাচে খেলতে নামছে টুর্নামেন্টের অন্যতম ফেভারিট দল ইংল্যান্ড ৷ ২০১৮ রাশিয়া বিশ্বকাপে রানার্স ক্রোয়েশিয়াকে ১-০ হারিয়ে চলতি ইউরো কাপে যাত্রা শুরু করেছে ইংল্যান্ড। প্রথম ম্যাচে চেক প্রজাতন্ত্রের বিরুদ্ধে হেরেছে স্কটল্যান্ড। দুই দেশের কাছেই শুক্রবারের ম্যাচ অত্যন্ত গুরুত্বপূর্ণ। ফিল ফডেনদের লক্ষ্য জিতে এক ম্যাচ বাকি থাকতেই শেষ ষোলোয় খেলা নিশ্চিত করা। স্কটল্যান্ডকে অবশ্য এই ম্যাচ জিততেই হবে শেষ ষোলোয় যোগ্যতা অর্জনের আশা বাঁচিয়ে রাখার জন্য।

advertisement

বাংলা খবর/ খবর/খেলা/
EURO 2020, Croatia vs Czech Republic: পেরিসিচের গোলে স্বস্তি ক্রোটদের, ম্যাচ ১-১ ড্র
Open in App
হোম
খবর
ফটো
লোকাল