advertisement
এদিকে মর্মান্তিক ডেনমার্ক বনাম ফিনল্যান্ড ম্যাচ চলাকালীন মাঠেই লুটিয়ে পড়লেন ক্রিস্টিয়ান এরিকসেন৷ ড্যানিশ অ্যাটাকিং মিডফিল্ডার ম্যাচের ৪৫ মিনিটে বল রিসিভ করেই মাঠে শুয়ে পড়েন৷ এই সময় তাঁর কাছাকাছি পক্ষ-বিপক্ষের কোনও ফুটবলারই ছিলেন না৷ এভাবে তাঁকে পড়ে যেতে দেখে রেফারি সঙ্গে সঙ্গে খেলা থামিয়ে মাঠে চিকিৎসকদের ডাকেন৷
ম্যাচ হঠাৎ করেই থমকে যায়৷ দু‘পক্ষের ফুটবলারই প্রচণ্ড চিন্তান্বিত হয়ে পড়েন৷ মাঠের মধ্যেই তাঁকে সিপিআর দেওয়া হয়৷ এই ধরণের খেলার মঞ্চে হঠাৎ করে এক ফুটবলার অসুস্থ হয়ে পড়ায় সকলেই বাকরুদ্ধ৷ মিনিট পনেরো মাঠে প্রাথমিকভাবে সিপিআর দেওয়ার পর দলের ফুটবলাররা দুদিক দিয়ে কর্ডন করে স্ট্রেচারে তাঁকে বার করেন৷ উয়েফা সরকারিভাবে ম্যাচ সাসপেন্ড করে দিয়েছে৷ হঠাৎ করেই এই ধরণের ঘটনায় স্তব্ধতা সব মহলে৷ সেই মুহূর্তের ভিডিওতে পরিষ্কার দেখা যাচ্ছে কীভাবে হঠাৎ করেই মাঠে শুয়ে পড়েন তিনি৷
প্রাথমিকভাবে ভাবা হয়েছিল ইন্টারমিলানের ফুটবলার হয়ত চোটের বা ব্যাথার কারণে পড়ে গেছেন কিন্তু তাঁকে মাঠে নড়াচড়া করতেও দেখা যাচ্ছিল না৷