TRENDING:

Euro 2020: Denmark vs Finland ম্যাচে লুটিয়ে পড়া Christian Eriksen স্থিতিশীল, ট্যুইট UEFA-র

Last Updated:

প্রাথমিকভাবে ভাবা হয়েছিল ইন্টারমিলানের ফুটবলার হয়ত চোটের বা ব্যাথার কারণে পড়ে গেছেন কিন্তু তাঁকে মাঠে নড়াচড়া করতেও দেখা যাচ্ছিল না৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কোপেনহেগেন : সারা পৃথিবীর ফুটবলপ্রেমী জনতা স্তব্ধ হয়ে যখন এরিকসেনের সামাণ্য খবরের জন্য উষ্মায় তখন  UEFA নিজেদের ইউরো ২০২০ -র সরকারি ট্যুইটারে হ্যান্ডেলে বার্তা দিল হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে তাঁকে তিনি এখন স্থিতিশীল৷
advertisement

advertisement

এদিকে মর্মান্তিক ডেনমার্ক বনাম ফিনল্যান্ড ম্যাচ চলাকালীন মাঠেই লুটিয়ে পড়লেন ক্রিস্টিয়ান এরিকসেন৷ ড্যানিশ অ্যাটাকিং মিডফিল্ডার ম্যাচের ৪৫ মিনিটে বল রিসিভ করেই মাঠে শুয়ে পড়েন৷ এই সময় তাঁর কাছাকাছি পক্ষ-বিপক্ষের কোনও ফুটবলারই ছিলেন না৷ এভাবে তাঁকে পড়ে যেতে দেখে রেফারি সঙ্গে সঙ্গে খেলা থামিয়ে মাঠে চিকিৎসকদের ডাকেন৷

advertisement

ম্যাচ হঠাৎ করেই থমকে যায়৷ দু‘পক্ষের ফুটবলারই প্রচণ্ড চিন্তান্বিত হয়ে পড়েন৷ মাঠের মধ্যেই তাঁকে সিপিআর দেওয়া হয়৷ এই ধরণের খেলার মঞ্চে হঠাৎ করে এক ফুটবলার অসুস্থ হয়ে পড়ায় সকলেই বাকরুদ্ধ৷ মিনিট পনেরো মাঠে প্রাথমিকভাবে সিপিআর দেওয়ার পর দলের ফুটবলাররা দুদিক দিয়ে কর্ডন করে স্ট্রেচারে তাঁকে বার করেন৷ উয়েফা সরকারিভাবে ম্যাচ সাসপেন্ড করে দিয়েছে৷ হঠাৎ করেই এই ধরণের ঘটনায় স্তব্ধতা সব মহলে৷ সেই মুহূর্তের ভিডিওতে পরিষ্কার দেখা যাচ্ছে কীভাবে হঠাৎ করেই মাঠে শুয়ে পড়েন তিনি৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
চারিধারে ফুল গাছ,মাঝে ছোট্ট বাংলো বাড়ি,শীতের বীরভূমে কোথায় এমন 'পারফেক্ট' ট্যুরিস্ট স্পট
আরও দেখুন

প্রাথমিকভাবে ভাবা হয়েছিল ইন্টারমিলানের ফুটবলার হয়ত চোটের বা ব্যাথার কারণে পড়ে গেছেন কিন্তু তাঁকে মাঠে নড়াচড়া করতেও দেখা যাচ্ছিল না৷

বাংলা খবর/ খবর/খেলা/
Euro 2020: Denmark vs Finland ম্যাচে লুটিয়ে পড়া Christian Eriksen স্থিতিশীল, ট্যুইট UEFA-র
Open in App
হোম
খবর
ফটো
লোকাল