TRENDING:

জার্মানিকে দেখে শিখুক ইংল্যান্ড, কেনদের সমালোচনায় ইংলিশ সংবাদমাধ্যম

Last Updated:

জার্মানির ঢালাও প্রশংসা ইংলিশ কাগজে। জোয়াকিম লোর ছেলেরা যে মানসিকতা দেখাল, তার অর্ধেকও দেখাতে পারলে কেন, স্টারলিং, গ্রিলিশ, ফোদেনরা অনেকদূর যেতেন পরিষ্কার বলা হয়েছে সংবাদমাধ্যমে

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
advertisement

ডিফেন্সে স্টোন, ওয়াকার, জেমস ধারাবাহিক নন। খেলা তৈরির দায়িত্বে কিছুটা রহিম স্টার্লিং এবং মাউন্ট ছাড়া আর কারও সম্পর্কে যত কম লেখা যায় ততই ভাল। এর সঙ্গে কোচের ভুল স্ট্র্যাটেজি। সব মিলিয়ে, কেমন যেন দিশাহীন লাগছে ইংল্যান্ডকে। অন্যদিকে ফ্রান্সের বিরুদ্ধে হেরে অভিযান শুরু করলেও পর্তুগালের বিরুদ্ধে দুর্দান্ত কামব্যাক করেছে জার্মানি। দেখিয়ে দিয়েছে তাঁদের কোনও অবস্থাতেই হিসেবের বাইরে রাখা যায় না।

advertisement

জার্মানির ঢালাও প্রশংসা ইংলিশ কাগজে। জোয়াকিম লোর ছেলেরা যে মানসিকতা দেখাল, তার অর্ধেকও দেখাতে পারলে কেন, স্টারলিং, গ্রিলিশ, ফোদেনরা অনেকদূর যেতেন পরিষ্কার বলা হয়েছে সংবাদমাধ্যমে। ইংলিশ কোচ পরিষ্কার বুঝতে পারছেন তাঁর ওপর চাপ বাড়ছে। চেক রিপাবলিকের বিরুদ্ধে জয় ছাড়া অন্য কিছু ভাবছে না ইংল্যান্ড শিবির। ড্রেসিংরুমে পরিবেশ শান্ত রাখার চেষ্টায় ইংলিশ মানেজমেন্ট।

advertisement

দলের গভীরতা নিয়ে প্রশ্ন তোলার জায়গা নেই। কিন্তু শুধু খাতায়-কলমে নয়, প্রমাণ করতে হবে মাঠে। সেটা না করতে পারলে এবারও খালি হাতে ফেরা ছাড়া উপায় থাকবে না থ্রি লায়ন্সদের। জ্যাদন সঞ্চকে হয়তো পরের ম্যাচে দেখা যেতে পারে। বুন্দেসলিগায় ধারাবাহিক পারফর্ম করা ইংলিশ তারকাকে কেন ব্যবহার করছেন না সাউথগেট তা নিয়েও প্রশ্ন তুলেছেন গ্যারি নেভিল, মাইকেল ওয়েনদের মত প্রাক্তন ইংলিশ ফুটবলাররা।

advertisement

বাংলা খবর/ খবর/খেলা/
জার্মানিকে দেখে শিখুক ইংল্যান্ড, কেনদের সমালোচনায় ইংলিশ সংবাদমাধ্যম
Open in App
হোম
খবর
ফটো
লোকাল