ফ্লোরেস তার ফুটবল স্কিল-এর ভিডিও আপলোড করেছিল সোশ্যাল মিডিয়ায়। সেই ভিডিওর গোটাটাই জুড়ে ছিল তার ফুটবল স্কিল। বল কখনো তার ডান পায়ে, কখনো বাঁয়ে, কখনো মাথায়, কখনো কাঁধে। ফুটবল যেন তার শরীরের সঙ্গে কথা বলছিল। সেই ভিডিও দেখে অনেকেই অবাক হয়েছেন। তবে মেসি অবাক হয়ে যাবেন তা হয়তো ফ্লোরেস কখনো ভাবেনি। আর্জেন্টিনার মহাতারকা আট বছরের মেয়ের ভিডিও দেখার পর রিপ্লাই দিয়েছেন। লিখেছেন, সবটাই তোমার অধ্যাবসায়ের ফল। তোমাকে অনেক অনেক ধন্যবাদ। তোমার এই ভিডিও আমি দেখেছি। আমার তোমাকে জিনিয়াস বলে মনে হয়েছে।
advertisement
ফ্লোরেস আসলে এটাই চেয়েছিল। সে তার আইডল লিওনেল মেসির জন্যই সেই ভিডিও আপলোড করেছিল। তার যাবতীয় ফুটবল স্কিল প্রিয় মেসিকেই সে উৎসর্গ করেছিল। তার উদ্দেশ্য সফল। মেসি আপাতত কোপা আমেরিকার জন্য মনোসংযোগ করেছেন। বিশ্বকাপ ও কোপা, কোনওটাই এখনো আর্জেন্টিনার অধিনায়ক হিসেবে জেতা হয়নি তাঁর। এদিকে ফুটবলপ্রেমীদের একাংশের দাবি, বিশ্বকাপ বা কোপা না জিতলে মেসির শ্রেষ্ঠত্বের প্রমাণ হবে না। আর তাই মেসিওও যেন এই দুই খেতাব জেতার জন্য মরিয়া হয়ে উঠেছেন! এসবের মাঝে তিনি ভক্তদের সঙ্গে যোগাযোগ রক্ষাও করে চলেছেন। আসলে ভক্তদের জন্যেই তো তাদের অস্তিত্ব, তাই না!