TRENDING:

রাশিয়ায় খেলা কোস্টারিকার বিশ্বকাপার এবার ইস্টবেঙ্গলে

Last Updated:

ভারতীয় ফুটবলে নজিরবিহীন ঘটনা। ইস্টবেঙ্গলের হাত ধরে বিশ্বকাপ ঢুকে পড়ল ময়দানে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: ভারতীয় ফুটবলে নজিরবিহীন ঘটনা। ইস্টবেঙ্গলের হাত ধরে বিশ্বকাপ ঢুকে পড়ল ময়দানে। রাশিয়া বিশ্বকাপে নেইমার, ফিলিপে কুটিনহোদের বিরুদ্ধে খেলা কোস্টারিকান ডিফেন্ডারকে সই করাল লাল-হলুদ।
advertisement

লাল-হলুদে বিশ্বকাপ কানেকশন। রাশিয়ায় কোস্টারিকার জার্সিতে খেলা জনি অ্যাকোস্তাকে সই করিয়ে নিল ইস্টবেঙ্গল। বিশ্বকাপ খেলা বিদেশি ভারতে আগেও এসেছে কিন্তু সদ্য বিশ্বকাপ খেলেই ভারতীয় ক্লাবে সই এই প্রথম। ভারতীয় ফুটবলে এমন ঘটনা নজিরবিহীন। কোস্টারিকার জার্সিতে ৭১টি ম্যাচ খেলা জনি মূলত সেন্ট্রাল ডিফেন্ডার।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

ক্লাবসূত্রে খবর, প্রায় দু’লক্ষ ডলারের বিনিময়ে কোস্টারিকান ডিফেন্ডারকে এক বছরের চুক্তিতে সই করিয়েছে কোয়েস ইস্টবেঙ্গল। গত সপ্তাহেই বেঙ্গালুরুর কর্পোরেট সংস্থা কোয়েসের সঙ্গে চুক্তি সই করেছে লাল-হলুদ। তার সাত দিনের মধ্যেই চলতি বিশ্বকাপ থেকে ফুটবলার সই করিয়ে আরও একবার চমকে দিল দেববব্রত সরকাররা। রাশিয়া বিশ্বকাপে ব্রাজিল, সার্বিয়া ও সুইৎজারল্যান্ডের বিরুদ্ধে প্রথম একাদশে শুরু করে চোখ ধাঁধানো পারফরম্যান্স ছিল জনির। অগাস্টে কলকাতা আসার কথা কোস্টারিকান বিশ্বকাপারের।

advertisement

বাংলা খবর/ খবর/খেলা/
রাশিয়ায় খেলা কোস্টারিকার বিশ্বকাপার এবার ইস্টবেঙ্গলে