রোনাল্ডোর মা অর্থাৎ ডলোরেস আভেয়ীরো চান না তার ছেলে রোনাল্ডোর বিয়ে বর্তমান গার্লফ্রেন্ড জর্জিনা রদ্রিগেজের সঙ্গে হোক।তিনি মনে করেন যে এই বিয়ের পিছনে জর্জিনার আর্থিক স্বার্থ রয়েছে। কিন্তু পর্তুগীজ তারকা তার বর্তমান গার্লফ্রেন্ডের সঙ্গে খুব খুশি আছেন। তারা এখন একসাথে ম্যানচেস্টারে থাকেন। দুই ছেলে এবং দুই মেয়েকে নিয়ে পরিবার হিসেবে থাকেন তারা।
advertisement
সংবাদ মাধ্যম সূত্র থেকে জানা গিয়েছে যে আর্জেন্টাইন এই মডেল রোনাল্ডোর সঙ্গে বিবাহে রাজি হলেও রোনাল্ডোর পরিবার এই সিদ্ধান্তের বিপক্ষে। রোনাল্ডোর পরিবারের খুব কাছের একজন বন্ধু এই বিষয়ে বলেছেন যে রোনাল্ডোর মা এই বিয়ের সিদ্ধান্তে একদমই রাজি নন।কারণ তিনি মনে করেন রোনাল্ডোর কষ্টার্জিত অর্থের দিকেই নজর আর্জেন্টাইন মডেল জর্জিনার। বিয়ের পর জর্জিনা রোনাল্ডোর প্রচুর ধন্নসম্পত্তির অ্যাডভানটেজ নেবেন।
আরও পড়ুন - East Bengal practice matches : প্র্যাকটিস ম্যাচ খেলতে চান ইস্টবেঙ্গল কোচ ডিয়াজ
উল্লেখ্য রোনাল্ডোর মায়ের কারণেই আগের বান্ধবী ইরিনার সঙ্গে সম্পর্ক শেষ হয়ে গিয়েছিল পর্তুগিজ তারকার। উল্লেখ্য যে এই বিষয়ে রোনাল্ডো কিছু বলেননি। তিনি বরাবরই জর্জিনাকে ধন্যবাদ জানিয়েছেন ভাল এবং খারাপ উভয় সময়ই তার পাশে থাকার জন্য। দুজনে ছুটি কাটাতে চান সমুদ্র সৈকতে। বুধবার আবারও একটি রেকর্ড ভাঙলেন রোনাল্ডো। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে সবচেয়ে বেশি ম্যাচ খেলার রেকর্ড ভাঙলেন রোনাল্ডো।
বুধবার ভিলেরিয়ালের বিরুদ্ধে তিনি নিজের কেরিয়ারের ১৭৮তম ইউসিএল ম্যাচটি খেলেন। এর আগে রিয়াল মাদ্রিদের প্রাক্তন গোলকিপার এবং একদা রোনাল্ডোর সতীর্থ ক্যাসিয়াস ১৭৭টি ইউসিএল ম্যাচ খেলার রেকর্ড নিজের নামে রেখেছিলেন। রোনাল্ডো আবার উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের সর্বোচ্চ গোলদাতা। মোট ১৩৫ টি গোল করেছেন তিনি। তবে জর্জিনার সঙ্গে তার বিয়ে কবে হবে সেদিকেও নজর রয়েছে রোনাল্ডোর ভক্তদের।