বছরের পর বছর ধরে অসাধারণ সব ফ্রি-কিক নিয়েছেন রোনাল্ডো। এমনকী দেখার মতো কিছু পেনাল্টি শট রয়েছে তাঁর। বিপক্ষ বক্সে গোলকিপারকে বোকা বানিয়ে বল জালে জড়ানোয় তাঁর জুড়ি মেলা ভার। হিল করেও রোনাল্ডোর গোল রয়েছে। তবে এদিন তাঁর খারাপ ফ্রি-কিক নিয়ে কথা হল প্রচুর। পর্তুগালের জার্সি গায়ে অসাধারণ সব ফ্রি কিকে গোল করেছেন রোনাল্ডো। কিন্তু এদিন ইজরায়েলের বিরুদ্ধে ম্যাচে তাঁর সেই সব দুর্দান্ত ফ্রি-কিক এর নমুনা পাওয়া গেল না। বরাবরই ফ্রি কিক নেওয়ার আগে প্রচন্ড মনোযোগী হয়ে ওঠেন রোনাল্ডো। জোরে শ্বাস-প্রশ্বাস নেন। তার পর বলের দিকে তাকিয়ে একাগ্র হন। এদিনও সেই পুরনো স্টাইলে দেখা গেল তাঁকে। কিন্তু ফ্রি কিক মারার পর রোনাল্ডো নিজেই ভীষণ হতাশ হয়ে পড়লেন
advertisement
এই নিয়ে ১০৪ টি আন্তর্জাতিক গোল করলেন রোনাল্ডো। তাঁর ফর্ম এবারও পর্তুগালকে চ্যাম্পিয়ন করে কিনা সেটাই এখন দেখার। যদিও এবার ইউরোতে গ্রুপ অফ ডেথে রয়েছে পর্তুগাল। জার্মানি, ফ্রান্স ও হাঙ্গেরির মতো দলগুলোর বিরুদ্ধে খেলতে হবে রোনাল্ডোর দেশকে। তবে যেহেতু রোনাল্ডো রয়েছেন দলে তাই ভাল কিছু করতেই পারে পর্তুগাল। তবে মেগা টুর্নামেন্ট শুরুর আগে রোনাল্ডোর এমন জঘন্য ফ্রি-কিক শট অবশ্যই পর্তুগাল শিবিরকে কিছুটা হলেও ভাবিয়ে তুলবে।