দেখতে দেখতে ১১ বছর বয়স হয়ে গেল রোনাল্ডো জুনিয়রের। ছেলের জন্মদিনে তাকে খোলা চিঠি লিখলেন রোনাল্ডো। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলেন সেই চিঠি। রোনাল্ডোর মতো তার ছেলেরও ফ্যান-ফলোয়ার প্রচুর। রোনাল্ডোর দেখানো পথেই এগিয়ে চলেছে জুনিয়র। এখন থেকেই ফুটবল মাঠ কাঁপায় সে। জুনিয়র স্তরে বেশ নামডাক করে ফেলেছে ক্রিশ্চিয়ানো জুনিয়র। জুভেন্তাসের জুনিয়র দলের হয়ে খেলে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো জুনিয়র। তাঁর পারফরম্যান্স বেশ অবাক করার মতো। মাঝেমধ্যেই ছেলের গোল করার ছবি সোশ্যাল মিডিয়ায় তুলে ধরেন রোনাল্ডো। ছেলেকে ফুটবল মাঠে সফল করে তোলার জন্য তিনি নিজেও চেষ্টার ত্রুটি রাখছেন না।
advertisement
এদিন ছেলেকে চিঠিতে রোনাল্ডো লিখলেন, অনেক শুভেচ্ছা। তুমি আমার ভালবাসা। বাবার কাছে তুমি গর্ব। ১১ বছর ধরে হাসি, খুশি, আনন্দ দিয়েছ তুমি আমাদের। নিজের স্বপ্ন সফল করতে তুমি যেন সব সময় লড়াই করতে পারো। আমরা তোমাকে খুব ভালবাসি। পর্তুগিজ ভাষায় ছেলেকে চিঠি লিখলেন তিনি। তবে ইন্টারনেটের যুগে সেই চিঠি ছড়িয়ে পড়ল সারা বিশ্বে। প্রতিটা বাবারই মন জয় করে নিল ছেলের জন্য লেখা রোনাল্ডোর সেই চিঠি। পর্তুগিজ তারকার চার ছেলেমেয়ের মধ্যে রোনাল্ডো জুনিয়র বড়। ছেলের সঙ্গে তাঁর রসায়ন যেন আলাদা রকমের। বাড়িতে থাকলে ছেলে-মেয়েদের সঙ্গে খেলেই সময় কেটে যায় রোনাল্ডোর।