TRENDING:

দিন কয়েক আগেও আঙুল ছিল ফাঁকা, এবার কি তাহলে রোনাল্ডোর বিয়ের সানাই বাজল বলে

Last Updated:

অপূর্ব সুন্দরী-লাস্যময়ী জর্জিনার সঙ্গেই কী তাহলে সাত পাকে বাঁধা পড়বেন সিআর সেভেন

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#রোম: এবার কি জর্জিনা রডরিগেজের সঙ্গেই বিয়ের সানাইটা বাজিয়েই ফেলবেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো ৷ রোলান্ডোর সবচেয়ে লম্বা সময়ের বান্ধবী জর্জিনা রডরিগেজ তাঁর সন্তানেরও মা ৷ ২০১৭ -র ১২ নভেম্বর রোনাল্ডোর ছোট মেয়ে আলানা মার্টিনা -রোনাল্ডো ও জর্জিনার সন্তান ৷
advertisement

এর আগেও একাধিকবার এই প্রেমিক-প্রেমিকার চিরবন্ধনের খবর সামনে এসেছে কিন্তু কোনওদিনও সেটা বাস্তব হয়নি ৷ এই যুগল নিজেদের প্রেমের খোলামেলা প্রদর্শন সোশ্যাল মিডিয়ায় বিন্দাস করেন ৷ তবে এবার গুঞ্জনকে ফের উস্কানি দিলেন খোদ জর্জিনা রডরিগেজ ৷

ইতালিতে চুটিয়ে উইকএন্ড কাটানোর একের পর এক ছবি পোস্ট করেছিলেন, তারমধ্যে একটি ছবি নিয়ে জল্পনা তুঙ্গে ৷ যে ইয়টের ওপর রোনাল্ডোর তন্বী বান্ধবীকে রোদ পোহাতে দেখা গেছে সেখানে তাঁর রিং ফিঙ্গারে একটি বিশালাকৃতি হীরের আংটি দেখা গেছে ৷

advertisement

নিজের ছবির ক্যাপশনে তিনি লিখেছেন , ‘মহান সেই যার নিজেকে উজ্জ্বল দেখানোর জন্য অন্যের আলো নিভিয়ে দেওয়ার দরকার হয় না ৷ ’

এদিকে শুধু আংটিই নয় , এই উইকএন্ডে প্রেমিক-প্রেমিকার রৌদ্রস্নানরত অবস্থার ছবিও পোস্ট করেন জর্জিনা ৷ এই ছবির ক্যাপশানে তিনি লিখেছিলেন , ‘তোমার চেয়ে যদি আমি কোনও জিনিস বেশি পছন্দ করি ,সেটা শুধুমাত্র ‘আমরা’৷

এদিকে জর্জিনা নিজের ও বাচ্চাদের ছবিও পোস্ট করেছেন এই ট্রিপ থেকে ৷

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

রাশিয়ান মডেল ইরিনা শায়েকের সঙ্গে লম্বা সম্পর্ক ঘোচানোর পর একাধিক নারী সঙ্গে জড়ালেও জর্জিনার সঙ্গে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো ়যতটা গভীরভাবে সম্পর্কে রয়েছেন তা কারোর অজানা নয় ৷ শুধু রোনাল্ডোর সঙ্গেই নয় তাঁর চার সন্তানের সঙ্গেও জর্জিনার কেমিস্ট্রি কুর্নিশযোগ্য ৷

বাংলা খবর/ খবর/খেলা/
দিন কয়েক আগেও আঙুল ছিল ফাঁকা, এবার কি তাহলে রোনাল্ডোর বিয়ের সানাই বাজল বলে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল