TRENDING:

ইঞ্জুরি টাইমে কুটিনহো-নেইমারের জোড়া গোল,কোস্টারিকাকে হারিয়ে শেষ ষোলোর দৌড়ে ব্রাজিল

Last Updated:

ব্রাজিল: ২ ( কুটিনহো- ৯০+ ১', নেইমার- ৯০+ ৭') , কোস্টারিকা: ০

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
ব্রাজিল: ২ ( কুটিনহো- ৯০+ ১', নেইমার- ৯০+ ৭') , কোস্টারিকা: ০
advertisement

#সেন্ট পিটার্সবার্গ: গোটা ম্যাচে হয়তো সেভাবে কোনও চমক দেখা যায়নি ৷ কিন্তু শেষ মুহূর্তে দেখা গেল সেই সাম্বা ম্যাজিক ৷ ইঞ্জুরি টাইমে এল জোড়া গোল ৷ কুটিনহোর গোলের পরে নেইমারও পেলেন চলতি বিশ্বকাপে তাঁর প্রথম গোল ৷ কোস্টারিকাকে ২-০ গোলে হারিয়ে শেষ ষোলোয় নিজেদের জায়গা প্রায় পাকা করে ফেলল ব্রাজিল ৷    

advertisement

এদিনের ম্যাচে গোলে শট নেওয়া থেকে শুরু করে বল পজেশন, সবকিছুতেই কোস্টারিকার থেকে অনেকাংশে এগিয়ে ছিল ব্রাজিল ৷ কিন্তু সবচেয়ে প্রয়োজনীয় গোলটাই খালি পাচ্ছিল না তিতের দল ৷ শেষ পর্যন্ত সেই বহু প্রতীক্ষিত মুহূর্ত এল ৯০ মিনিট শেষ হওয়ার পর অতিরিক্ত সময় ৷ আর একবার নয় পরপর দু’বার ৷ সুইৎজারল্যান্ডের বিরুদ্ধে গত ম্যাচেও গোল পেয়েছিলেন ৷ এদিনও দলের হয়ে গোলের মুখ খুললেন কুটিনহোই ৷

advertisement

ব্রাজিলের কাছে এদিন দুর্ভেদ্য হয়ে উঠেছিলেন কোস্টারিকার রিয়াল মাদ্রিদের গোলকিপার কেলর নাভাস। রিয়ালে তাঁর সতীর্থ ব্রাজিলের মার্সেলো। খেলেছেন নেইমারের বিরুদ্ধেও। ম্যাচে নিজের দু’শো শতাংশ এদিন উজাড় করে দিয়েছেন তিনি ৷ প্রথমার্ধ গোলশূন্য থাকার পর দ্বিতীয়ার্ধে একের পর এক আক্রমণের ঝড় তুলছিল ব্রাজিল ৷ সেই সব আক্রমণই প্রতিহত করতে সফল কোস্টারিকার গোলরক্ষক ৷ কিন্তু শেষরক্ষা করতে পারলেন না ৷ কুটিনহোর গোলে ব্রাজিল এগিয়ে যাওয়ার পরেই আরও একটা গোল পেয়ে যান নেইমার ৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

বাংলা খবর/ খবর/খেলা/
ইঞ্জুরি টাইমে কুটিনহো-নেইমারের জোড়া গোল,কোস্টারিকাকে হারিয়ে শেষ ষোলোর দৌড়ে ব্রাজিল