TRENDING:

#CopaAmerica2019 : সাম্বাবাহিনীর দারুণ ছন্দ, দেখে নিন দারুণ গোলগুলি, না হলে বড় মিস

Last Updated:
impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মারাকানা :গোল,লাল কার্ড, প্যাশন সব কিছু নিয়েই হল কোপা আমেরিকার ফাইনাল ৷ গ্যাব্রিয়েল হাসুসের লাল কার্ড দেখা চোখের জলে ভেসে মাঠে থেকে বেরিয়ে যাওয়া সব কিছুর সাক্ষী রইল মারাকানা ৷ নেইমার ছিলেন না ৷ কোথাও গোটা টুর্নামেন্টে তাঁর অভাব অনুভূত হতে দিলেন না কুটিনহো, হাসুস, ফিরমিনোরা ৷ ফাইনালের বন্দিত নায়ক হাসুস  ও সেলেকাও বাহিনী৷
advertisement

১৯৯৫ সালের পর ফের একবার লাতিন আমেরিকা সেরা হল ব্রাজিল ৷ মারাকানায় কোপা আমেরিকার ফাইনালে পেরুকে ৩-১ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হল আদেওনর লিওনার্দো বাচি-র ছেলেরা ৷

এদিন খেলার ১৫ মিনিটে গোল করে দলকে এগিয়ে দেন এভারটন ৷ ৪৪ মিনিটে পেনাল্টি থেকে গোল করে দলকে সমতায় ফেরান গুরেরিও ৷ তবে এই সমতা বেশিক্ষণ স্থায়ী হতে দেননি গ্যাব্রিয়েল হাসুস ৷ তিনি প্রথমার্ধের সংযুক্তি সময়ে গোল করেন ৷ ২-১ গোলে এগিয়ে প্রথমার্ধের খেলা শেষ করে ব্রাজিল ৷

advertisement

এদিকে দ্বিতীয়ার্ধেও একই রকম আক্রমণাত্মক ছিল সাম্বা বাহিনী ৷ এরপর অবশ্য হাসুস লাল কার্ড দেখেন ৷ ৯০ মিনিটে পেনাল্টি পায় ব্রাজিল ৷ রিচার্লিসন ৷ ফলে পেরুকে বধ করে চ্যাম্পিয়ন হল ব্রাজিল ৷

দেখে নিন সেই দুরন্ত গোলগুলি

আরও দেখুন

সেরা ভিডিও

আরও দেখুন
চা বিক্রির টাকায় তিন বছরে ৬৯ হাজার কয়েন! মেয়ের জন্য স্কুটি কিনে চমকে দিলেন বাবা
আরও দেখুন

advertisement

বাংলা খবর/ খবর/খেলা/
#CopaAmerica2019 : সাম্বাবাহিনীর দারুণ ছন্দ, দেখে নিন দারুণ গোলগুলি, না হলে বড় মিস