পেরুর পরের ম্যাচ ২০ জুন প্রতিপক্ষ কলম্বিয়া আর ব্রাজিলও খেলবে পরের ম্যাচ কলম্বিয়ারই বিরুদ্ধে৷ তাদের ম্যাচের তারিখ ২৩ জুন৷ ব্রাজিল রিওতে এদিন শুরু থেকে আত্মবিশ্বাসী ছিল৷ ম্যাচের ১২ মিনিটে অ্যালেক্স সান্দ্রোর গোলে এগিয়ে যায় ব্রাজিল৷
এরপরেও মুহূর্মুহু আক্রমণ শানাতে থাকে ব্রাজিল৷ কিন্তু প্রথমার্ধে আর ব্যবধান বাড়েনি৷ ১-০ গোলে এগিয়ে ফার্স্ট হাফে খেলা শেষ করে Adenor Leonardo Bacchi -র ছেলেরা৷
এদিকে আগুনে আক্রমণ শানানো নেইমারকে নিজের নামের পাশের গোলের জন্য অপেক্ষা করতে হল ৬৮ মিনিট অবধি৷ তাঁর গোলেই স্কোরলাইন হয় ২-০৷ এদিন বক্সের বাইরে থেকে গোল করে যান তিনি ৷
শুরু থেকেই টলমল পেরু ২-০ পিছিয়ে যাওয়ার পর আরও ম্যাচ থেকে পিছিয়ে পড়তে থাকে৷ এদিন ৮৯ মিনিটে গোল করেন এভারটন রিবেইরো এবং সংযুক্ত সময়ের ৯৩ মিনিটে গোল করেন রিচারলিসন৷ দেখে নিন পেরু -র বিরুদ্ধে ব্রাজিল ম্যাচের সবকটি গোল ৷
এদিকে নেইমার একদিন আগেই ব্রাজিলিয়ান অলিম্পিক স্কোয়াড থেকে বাদ পড়েন৷ ২০১৬-র রিও অলিম্পিক্সে সোনা জিতেছিল ব্রাজিল৷ মার্কুইনোহসও এদিন ব্রাজিলের টোকিও অলিম্পিক্স (Tokyo Olympic Games) থেকে বাদ পড়েন৷