TRENDING:

সামনে এল রোনাল্ডোর দুর্বলতা! হিরের ঘড়ি পরে কাঁপালেন তারকা

Last Updated:

জানেন কি বিশ্বের সেরা ফুটবলারের দুর্বলতা কীসে? কোন ব্র্যান্ডের হাতঘড়ি পড়েন রোনাল্ডো? রোনাল্ডো ঘড়ির দাম-ই বা কত?

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
PARADIP GHOSH
advertisement

#কলকাতা: একটা ঘড়ির দাম কত হতে পারে? আর সেই ঘড়ি যদি হয় ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর মতো তারকার! আন্দাজ করতে পারেন, কোন ব্র্যান্ডের কত দামের ঘড়ি পড়েন রোনাল্ডো? নতুন বছরে আন্তর্জাতিক স্পোর্টস কনফারেন্সে যোগ দিতে দুবাই এসেছিলেন পাঁচবারের ব্যালন ডি'অরজয়ী৷ আর সেখানেই ফাস ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর ঘড়ি রহস্য৷ রোনাল্ডোকে উপহার দেওয়ার জন্য এখনও পর্যন্ত তাদের হাতঘড়ি তৈরির ইতিহাসে সবথেকে দামি ঘড়ি বানিয়েছে রোলেক্স৷ সুইস ঘড়ি প্রস্তুতকারক সংস্থাটি রোনাল্ডোকে যে ঘড়িটি উপহার দিয়েছে সেটার দাম চার লক্ষ ৮৫ হাজার ৩৫০ ডলার৷ ভারতীয় মুদ্রায় প্রায় সাড়ে তিন কোটি টাকা৷ শুনে চোখ কপালে ওঠার অবস্থা তো! কিন্তু কি আছে এই ঘড়িতে? কেন এত দাম? শুনুন তাহলে৷

advertisement

৩০ ক্যারেট হিরে দিয়ে তৈরি এই হাতঘড়ির ব্রেসলেট তৈরি হয়েছে ১৮ ক্যারেটের হোয়াইট গোল্ড দিয়ে৷ যার পুরুত্ব ৩০ মিলিমিটার৷ ঘড়ির ডায়াল, বেজেল ও ব্রেসলেটে শোভা পাচ্ছে হিরের ঝলমলানি৷ ফ্যাশনেবল হাত ঘড়ির দিকে বরাবরই ঝোঁক ক্রিশ্চিয়ানোর৷ ড্রেসকোডের সঙ্গে সঙ্গে তাই সময় সময় বদলে যায় রোনাল্ডোর হাতঘড়িও৷ জুভেন্তাস তারকার ব্যবহৃত ঘড়ির ব্র্যান্ড জানেন? সাধারণত সুইচ ঘড়ি প্রস্তুতকারক সংস্থা ফ্রাঙ্ক মুলারের হাতঘড়ি ব্যবহার করেন রন৷ যাদের ঘড়ির ট্যাগ লাইন ই হলো হল, 'মাস্টার অফ কম্প্লিকেশনস'৷ তবে শুধু রোনাল্ডোই নন, ডেমি মুর, এলটন জন, হোসে মোরিনহোর মত বিশ্বের তাবড় সেলিব্রেটিরা ফ্রাঙ্ক মুলারের ক্লায়েন্ট৷ রোনাল্ডো ফ্রাঙ্ক মুলারের যে মডেলটি ব্যবহার করেন তার দাম দেড় মিলিয়ন ডলার৷ অর্থাৎ দামি ঘড়ি ব্যবহার রোনাল্ডোর কাছে নতুন কিছু নয়৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

তবে দুবাইতে বিশ্বের অন্যতম সেরা ফুটবলারকে উপহার দেওয়ার জন্য রোলেক্স সাড়ে তিন কোটি টাকার মূল্যের যে ঘড়ি তৈরি করেছে তা রীতিমতো শোরগোল ফেলে দিয়েছে খেল দুনিয়ায়৷ রোনাল্ডোকে নিজেদের ক্লায়েন্ট তালিকায় যোগ করতে অবশ্য বিশ্বের প্রথম সারির ঘড়ি প্রস্তুতকারক সংস্থা গুলোর মধ্যে টানটান প্রতিযোগিতা৷ এই দৌড়ে সামিল হুবলট, পাটেক ফিলিপের মত ঘড়ি প্রস্তুতকারক সংস্থাগুলো৷ তার ক্যারিশমায় শুধু তো ফুটবল মাঠে ফুল ফোটে না! এই মুহূর্তে দুনিয়ার অন্যতম সেরা স্টাইল আইকন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো৷ ফুটবলের পাশে ফিটনেস আর স্টাইলেও সমান নজর পর্তুগিজ তারকার৷ ঝকঝকে চেহারার সঙ্গে মানানসই কেতাদুরস্ত ব্যান্ডের পোশাক আর অলংকারের একেবারে ঝলমলে প্যাকেজের নাম সিআর সেভেন৷

advertisement

বাংলা খবর/ খবর/খেলা/
সামনে এল রোনাল্ডোর দুর্বলতা! হিরের ঘড়ি পরে কাঁপালেন তারকা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল