এসবের মাঝে এবার আরও একটি দাবি উঠে আসছে। অনেকেই বলতে শুরু করেছেন, করোনা ভ্যাকসিন নেওয়ার জন্যই এরিকসনের কার্ডিয়াক অ্যারেস্ট হয়েছিল। গত দুদিন ধরে সোশ্যাল মিডিয়ায় অনেকেই এই দাবি তুলছেন। যদিও এমন দাবির পিছনে কোনও যুক্তি নেই। কোনও তথ্য-প্রমাণও নেই তাঁদের কাছে। তবুও বলা হচ্ছে, Pfizer Corona Vaccine নেওয়ার জন্যই ২৯ বছর বয়সী ফুটবলারের কার্ডিয়াক অ্যারেস্ট হয়েছিল। আসলে এমন জল্পনার কারণ রয়েছে। চেক ফিজিও লুবো মোল দাবি করেছিলেন, ইন্টার মিলানের এক ডাক্তার একটি একটি রেডিও স্টেশনকে সাক্ষাত্কারে জানিয়েছিলেন, ভ্যাকসিন নেওয়ার জন্যই মাঠে কার্ডিয়াক অ্যারেস্ট হয়েছিল এরিকসনের। লুবো মোল টুইট করে এমন দাবি করেছিলেন। তার পর থেকেই আগুনের মতো ছড়াতে থাকে এই তথ্য। অনেকেই ভ্যাকসিনকে দায়ি করতে শুরু করেন।
advertisement
ওই রেডিও স্টেশনের তরফে অবশ্য জানিয়ে দেওয়া হয়েছে, ইন্টার মিলানের কোনও ডাক্তার তাঁদের সাক্ষাত্কার দেননি। এমনকী গুগলের মতো সংস্থার তরফেও জানানো হয়েছে, ভ্যাকসিনের সঙ্গে এরিকসনের অসুস্থতা জড়িয়ে কোনও ভুয়া তথ্য ছড়ানো হলে ব্যবস্থা নেওয়া হবে। এসব কাণ্ডের পর চেক ফিজিও লুবো মোল টুইট মুছে ফেলেছেন। লুবো মোল দাবি করেছিলেন, ৩১ মে এরিকসনকে করোনা ভ্যাকসিন দেওয়া হয়েছিল। ইন্টার মিলানের তরফে জানানো হয়েছে, এরিকসনকে ভ্যাকসিন দেওয়া হয়নি। কেউ বা কারা অকারণে ভুল তথ্য ছড়াচ্ছে।