গাঢ় নীল বনাম আকাশ নীলের লড়াই ছিল। তবে আসলে যুদ্ধটা ছিল দুই ধুরন্ধর কোচের মধ্যে। পেপ গুয়ার্দিওলা বনাম টমাস টুখেল। শেষ হাসি হাসলেন চেলসির জার্মান কোচ টুখেল। সহজ পথে থেকেও বড় কিছু জেতা যায়, সেটা প্রমাণ করে দিলেন তিনি।
advertisement
ফাইনালের আগে অনেকেই ম্যান সিটির উপর বাজি ধরেছিলেন। তবে গত দুমাসে তিনবার কোনও টুর্নামেন্টের নকআউট পর্বে উঠেও সাফল্য পেল না সিটি। এবার তাঁদের নামের পাশে কার্যত চোকার্স তকমা সেঁটে গিয়েছে।
ফাইনালে চেলসির জয়ে জার্মানদের অবদান মনে রাখার মতো ছিল। কোচ জার্মান। আবার যাঁর গোলে দল চ্যাম্পিয়ন, সেই কাই হাভার্টজও জার্মান। ৪২ মিনিটে সিটির ডিফেন্ডারদের ভুলের সুযোগ নিলেন তিনি। ফাঁকা গোলে বল ঠেলে দেন।
এই নিয়ে দ্বিতীয়বার চ্যাম্পিয়ন্স লিগ খেতাব ঘরে তুলল চেলসি। শনিবার পোর্তোর স্টেডিয়ামে সহজ ফুটবল খেলেই ম্য়ান সিটির মতো হেভিওয়েটকে ছিটকে দিল চেলসি। আর পেপ গুয়ার্দিওলার স্ট্র্যাটেজি নিয়েও প্রশ্ন উঠে গেল।