কিয়েভে চ্যাম্পিয়ন্স লিগে (Champions League 2021-22) শুরুর দিকে দুই দলই বেশ কিছু সুযোগ তৈরি করে৷ আগের মরশুমেই শাখতার দোনেক্সের বিরুদ্ধে রিয়েল মাদ্রিদ হেরে গিয়েছিল৷ ফলে কেউই ম্যাচ হেভিওয়েট হিসেবে শুরু করেনি৷ কিন্তু ম্যাচ যত গড়িয়েছে ততই ম্যাচ থেকে হারিয়ে গেছে শাখতার দোনেক্স (Shakhtar Donetsk vs Real Madrid)৷ আর ম্যাচ ধার জমিয়েছে রিয়েল মাদ্রিদ৷ রিয়েলের হয়ে এদিন নজর কেড়ে নেন ভিনিসিয়াস জুনিয়র ও করিম বেঞ্জিমা৷
advertisement
আরও পড়ুন- ICC T20 World Cup 2021: টি টোয়েন্টি-র এক নম্বর দল ইংল্যান্ডের শক্তি ও দুর্বলতা কোথায়, জানুন দল
শাখতার দোনেক্সের রক্ষণের ছিদ্র দিয়ে বড় বড় আক্রমণ শানায় রিয়েল মাদ্রিদ৷ খেলার ৩৬ মিনিটে নিজেদের জালে বল জড়িয়ে দেন কিরিভস্তভ৷ ১-০ গোলে এগিয়ে শেষ হয় প্রথমার্ধের খেলা৷
দেখে নিন খেলার ম্যাচের ভিডিও
দ্বিতীয়ার্ধে নেমে আক্রমণের গতি আরও বাড়ায় রিয়েল মাদ্রিদ৷ ৫১ মিনিটে গোল করেন ভিনিয়াস জুনিয়ার৷ ৫৬ মিনিটে নিজের নামের পাশে আরও একটি গোল লিখে নেন৷
৬৪ মিনিটে রিয়েল মাদ্রিদের হয়ে গোল করেন রড্রিগো৷ সংযুক্তি সময়ে করিম বেঞ্জিমা গোল করে যান৷