বাংলাদেশ ও আফগানিস্তানকে হারাতে পারলেই ২০২৩ সালে এএফসি এশিয়ান কাপের মূল পর্বে যোগ্যতা অর্জন করবে ভারতীয় দল। কিন্তু যদি পরের দু’টি ম্যাচের মধ্যে সুনীলরা একটি হারেন ও অন্যটি ড্র করেন, সে ক্ষেত্রে প্লে-অফ খেলতে হবে। যে কোনও মূল্যে তা এড়াতে চাইছেন ইগর।বাংলাদেশের বিরুদ্ধে প্রথম পর্বে যুবভারতী ক্রীড়াঙ্গনে কোনও মতে হার বাঁচিয়েছিল ভারতীয় দল। এবার জিততে মরিয়া সুনীলরা ৷ এদিকে আফগানিস্তানের বিরুদ্ধে ম্যাচ ১-১ ড্র করেছে বাংলাদেশ ৷ যা আরও চিন্তা বাড়িয়েছে মেন ইন ব্লু’দের ৷
advertisement
এশিয়ান কাপে যোগ্যতা অর্জনের জন্য ভারতের কাছে সহজ অঙ্ক হল আফগানিস্তান এবং বাংলাদেশকে পরের দুটি মাচে হারানো ৷ আর সেটা না হলে তখন বাকিদের ম্যাচের রেজাল্টের দিকেও তাকিয়ে থাকতে হবে সুনীলদের ৷ বাংলাদেশ এবং আফগানিস্তান দুই দলকে শক্তিশালী ওমানের বিরুদ্ধে খেলতে হবে ৷ পয়েন্ট টেবলে ২ নম্বরে রয়েছে ওমান ৷ লড়াই তাই তিন নম্বর স্থান পাওয়া নিয়েই ৷ বাংলাদেশের বিরুদ্ধে ভারত পরের ম্যাচ ড্র করলে তখন আফগানিস্তানের বিরুদ্ধে জিততেই হবে ভারতকে ৷ অন্যদিকে আফগানিস্তান ওমানের বিরুদ্ধে হারলেই সুবিধা ভারতের ৷ যদি আফগানিস্তান ওমানকে হারায় বা ড্র করে তাহলে ভারতের সামনে বাংলাদেশ এবং আফগানিস্তান ম্যাচ জেতা ছাড়া আর অন্য কোনও উপায় থাকবে না ৷ আর বাংলাদেশের বিরুদ্ধে ভারত হেরে গেলে তখন অঙ্ক আরও কঠিন হয়ে যাবে সুনীলদের ৷ তখনও অবশ্য আফগানিস্তানকে হারিয়ে গোল পার্থক্যের হিসেবে পযেন্ট টেবলে তৃতীয় স্থানে শেষ করার সুযোগ থাকছে ভারতের ৷