TRENDING:

Indian Football Team: কাতারের বিরুদ্ধে হারের পরেও কোন অঙ্কে এশিয়ান কাপে যোগ্যতা অর্জন করতে পারে ভারত ?

Last Updated:

কাতারের বিরুদ্ধে হারলেও এখনও এশিয়ান কাপে যোগ্যতা অর্জন করার সুযোগ রয়েছে ইগর স্তিমাচের দলের ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
দোহা: ম্যাচের ৭৩ মিনিট ১০ জনে খেলেও যেভাবে কাতারের বিরুদ্ধে বৃহস্পতিবার লড়াই করেছে ভারত ৷ তাতে সবার প্রশংসাই কুড়িয়েছেন সুনীল-গুরপ্রীতরা ৷ রক্ষ্মণ আগাগোড়া জমাট রেখে এশিয়ার অন্যতম সেরা দল কাতারের বিরুদ্ধে মাত্র ১ গোলই হজম করেছে ব্লু টাইগার্সরা ৷ কিন্তু ওই এক গোলই যে ম্যাচ হারার জন্য যথেষ্ট ৷ ২০২২ কাতার বিশ্বকাপে যোগ্যতা অর্জন করার কোনও সম্ভাবনা আগেও ছিল না ৷ কিন্তু এশিয়ান কাপে যোগ্যতা অর্জন করার জন্য এখন মরিয়া ভারত ৷ কাতারের বিরুদ্ধে হারলেও  এখনও এশিয়ান কাপে যোগ্যতা অর্জন করার সুযোগ রয়েছে ইগর স্তিমাচের দলের ৷
advertisement

বাংলাদেশ ও আফগানিস্তানকে হারাতে পারলেই ২০২৩ সালে এএফসি এশিয়ান কাপের মূল পর্বে যোগ্যতা অর্জন করবে ভারতীয় দল। কিন্তু যদি পরের দু’টি ম্যাচের মধ্যে সুনীলরা একটি হারেন ও অন্যটি ড্র করেন, সে ক্ষেত্রে প্লে-অফ খেলতে হবে। যে কোনও মূল্যে তা এড়াতে চাইছেন ইগর।বাংলাদেশের বিরুদ্ধে প্রথম পর্বে যুবভারতী ক্রীড়াঙ্গনে কোনও মতে হার বাঁচিয়েছিল ভারতীয় দল। এবার জিততে মরিয়া সুনীলরা ৷  এদিকে আফগানিস্তানের বিরুদ্ধে ম্যাচ ১-১ ড্র করেছে বাংলাদেশ ৷ যা আরও চিন্তা বাড়িয়েছে মেন ইন ব্লু’দের ৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
বেড়ার জালে ছটফট করছে দু'টো হলুদ চোখ! এমন ভয়ানক ঘটনায় এলাকায় আতঙ্ক
আরও দেখুন

এশিয়ান কাপে যোগ্যতা অর্জনের জন্য ভারতের কাছে সহজ অঙ্ক হল আফগানিস্তান এবং বাংলাদেশকে পরের দুটি মাচে হারানো ৷ আর সেটা না হলে তখন বাকিদের ম্যাচের রেজাল্টের দিকেও তাকিয়ে থাকতে হবে সুনীলদের ৷ বাংলাদেশ এবং আফগানিস্তান দুই দলকে শক্তিশালী ওমানের বিরুদ্ধে খেলতে হবে ৷ পয়েন্ট টেবলে ২ নম্বরে রয়েছে ওমান ৷ লড়াই তাই তিন নম্বর স্থান পাওয়া নিয়েই ৷ বাংলাদেশের বিরুদ্ধে ভারত পরের ম্যাচ ড্র করলে তখন আফগানিস্তানের বিরুদ্ধে জিততেই হবে ভারতকে ৷ অন্যদিকে আফগানিস্তান ওমানের বিরুদ্ধে হারলেই সুবিধা ভারতের ৷ যদি আফগানিস্তান ওমানকে হারায় বা ড্র করে তাহলে ভারতের সামনে বাংলাদেশ এবং আফগানিস্তান ম্যাচ জেতা ছাড়া আর অন্য কোনও উপায় থাকবে না ৷ আর বাংলাদেশের বিরুদ্ধে ভারত হেরে গেলে তখন অঙ্ক আরও কঠিন হয়ে যাবে সুনীলদের ৷ তখনও অবশ্য আফগানিস্তানকে হারিয়ে গোল পার্থক্যের হিসেবে পযেন্ট টেবলে তৃতীয় স্থানে শেষ করার সুযোগ থাকছে ভারতের ৷

advertisement

বাংলা খবর/ খবর/খেলা/
Indian Football Team: কাতারের বিরুদ্ধে হারের পরেও কোন অঙ্কে এশিয়ান কাপে যোগ্যতা অর্জন করতে পারে ভারত ?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল