TRENDING:

Virat Kohli: লন্ডনের মাটিতে নতুন নজির কোহলির! যা এর আগে কখনও হয়নি, সেটাই হল এবার

Last Updated:

Virat Kohli: ভারতের তারকা ক্রিকেটার বিরাট কোহলিকে সম্প্রতি লন্ডনে অনুশীলন করতে দেখা গিয়েছে। দীর্ঘদিন আন্তর্জাতিক ক্রিকেট থেকে দূরে থাকা কোহলি বর্তমানে শুধুমাত্র ওয়ানডে ফর্ম্যাটে সক্রিয়।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
ভারতের তারকা ক্রিকেটার বিরাট কোহলিকে সম্প্রতি লন্ডনে অনুশীলন করতে দেখা গিয়েছে। দীর্ঘদিন আন্তর্জাতিক ক্রিকেট থেকে দূরে থাকা কোহলি বর্তমানে শুধুমাত্র ওয়ানডে ফর্ম্যাটে সক্রিয়। বিসিসিআই-এর অনুমোদনে তিনি ইংল্যান্ডেই নিজের ফিটনেস টেস্ট সম্পন্ন করেছেন। এই সিদ্ধান্ত ঘিরে বেশ কিছু প্রশ্ন উঠলেও এখন জানা যাচ্ছে, বোর্ড তাঁর বিদেশে ফিটনেস টেস্ট দেওয়ার বিষয়ে সম্মতি দিয়েছিল। কোহলির লক্ষ্য অক্টোবরে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওয়ানডে সিরিজে টিম ইন্ডিয়ায় প্রত্যাবর্তন।
News18
News18
advertisement

বেঙ্গালুরুতে বিসিসিআইয়ের সেন্টার অফ এক্সিলেন্স যেখানে ভারতের বাকি ক্রিকেটাররা ফিটনেস টেস্ট দেন, সেখানে কোহলির বিদেশে টেস্ট দেওয়ার এই প্রথম নজির। সূত্রের খবর অনুযায়ী, ইংল্যান্ডে তাঁর টেস্ট সম্পূর্ণভাবে বোর্ডের নজরদারিতে হয়। অন্যদিকে, রোহিত শর্মা, শুভমন গিল, শ্রেয়স আইয়ার, মহম্মদ শামি, হর্ষিত রানা সহ আরও অনেক ক্রিকেটার বেঙ্গালুরুরতে তাঁদের ফিটনেস পরীক্ষা দিয়েছেন।

advertisement

আগামী সেপ্টেম্বর মাসে আরও কিছু গুরুত্বপূর্ণ ক্রিকেটার ফিটনেস টেস্ট দেবেন। তাঁদের মধ্যে রয়েছেন রবীন্দ্র জাদেজা, কেএল রাহুল, ঋষভ পন্থ, আকাশদীপ এবং নীতীশ রেড্ডি। এছাড়াও যারা চোটের কারণে আগের পরীক্ষায় অংশ নিতে পারেননি, তারাও এই দলে থাকবেন। ফিটনেস পরীক্ষায় মূলত খেলোয়াড়দের রিকভারি, স্ট্যামিনা ও বেসিক শক্তির উপর ভিত্তি করে মূল্যায়ন করা হয়।

advertisement

আরও পড়ুনঃ এশিয়া কাপেও একাদশে সুযোগ হবে না ভারতের তারকা স্পিনারের! বড় দাবি টিম ইন্ডিয়ার তারকার

সেরা ভিডিও

আরও দেখুন
মাটির রঙিন খেলনায় ছেয়ে গিয়েছে বাজার, চাহিদা তুঙ্গে! দাম কত জানেন?
আরও দেখুন

এই উদ্যোগ থেকে বোর্ডের স্পষ্ট বার্তা—আন্তর্জাতিক ক্রিকেটে ফিরতে হলে ফিটনেসে আপস নয়। কোহলির বিদেশে টেস্ট দেওয়া নিয়ে যে বিতর্ক শুরু হয়েছিল, তা এখন মূলত বোর্ডের অনুমোদনের বিষয়টি সামনে আসার পর শান্ত হয়েছে। বিরাট কোহলিকে ফের ভারতের জার্সিতে মাঠে দেখার অপেক্ষায় কোটি কোটি ক্রিকেট প্রেমিরা।

advertisement

বাংলা খবর/ খবর/খেলা/
Virat Kohli: লন্ডনের মাটিতে নতুন নজির কোহলির! যা এর আগে কখনও হয়নি, সেটাই হল এবার
Open in App
হোম
খবর
ফটো
লোকাল