বেঙ্গালুরুতে বিসিসিআইয়ের সেন্টার অফ এক্সিলেন্স যেখানে ভারতের বাকি ক্রিকেটাররা ফিটনেস টেস্ট দেন, সেখানে কোহলির বিদেশে টেস্ট দেওয়ার এই প্রথম নজির। সূত্রের খবর অনুযায়ী, ইংল্যান্ডে তাঁর টেস্ট সম্পূর্ণভাবে বোর্ডের নজরদারিতে হয়। অন্যদিকে, রোহিত শর্মা, শুভমন গিল, শ্রেয়স আইয়ার, মহম্মদ শামি, হর্ষিত রানা সহ আরও অনেক ক্রিকেটার বেঙ্গালুরুরতে তাঁদের ফিটনেস পরীক্ষা দিয়েছেন।
advertisement
আগামী সেপ্টেম্বর মাসে আরও কিছু গুরুত্বপূর্ণ ক্রিকেটার ফিটনেস টেস্ট দেবেন। তাঁদের মধ্যে রয়েছেন রবীন্দ্র জাদেজা, কেএল রাহুল, ঋষভ পন্থ, আকাশদীপ এবং নীতীশ রেড্ডি। এছাড়াও যারা চোটের কারণে আগের পরীক্ষায় অংশ নিতে পারেননি, তারাও এই দলে থাকবেন। ফিটনেস পরীক্ষায় মূলত খেলোয়াড়দের রিকভারি, স্ট্যামিনা ও বেসিক শক্তির উপর ভিত্তি করে মূল্যায়ন করা হয়।
আরও পড়ুনঃ এশিয়া কাপেও একাদশে সুযোগ হবে না ভারতের তারকা স্পিনারের! বড় দাবি টিম ইন্ডিয়ার তারকার
এই উদ্যোগ থেকে বোর্ডের স্পষ্ট বার্তা—আন্তর্জাতিক ক্রিকেটে ফিরতে হলে ফিটনেসে আপস নয়। কোহলির বিদেশে টেস্ট দেওয়া নিয়ে যে বিতর্ক শুরু হয়েছিল, তা এখন মূলত বোর্ডের অনুমোদনের বিষয়টি সামনে আসার পর শান্ত হয়েছে। বিরাট কোহলিকে ফের ভারতের জার্সিতে মাঠে দেখার অপেক্ষায় কোটি কোটি ক্রিকেট প্রেমিরা।