শতুদ্র দত্তের উদ্যোগেই কলকাতায় এসেছিলেন এমিলিয়ানো মার্টিনেজ। এবার ডি মারিয়াকে শহরে আনার উদ্যোক্তাও তিনি। বিশ্বকাপে ফাইনালে গোল স্কোরারকে শহরে আনার যাবতীয় কাজ একবারে শেষের দিকে রয়েছে। কবে আসছেন ডি মারিয়া তার সঠিক তারিখ ঘোষণা এখনও ঘোষণা করা হয়নি। শোনা যাচ্ছে ২১ অক্টোবরের থেকে ২৬ অক্টোবরের মধ্যে কলকাতায় আসতে পারেন অ্যাঞ্জেল ডি মারিয়া। ফলে উৎসবের মরশুমে কলকাতায় ডি মারিয়ার আসা ফুটবল প্রেমিদের কাছে পুজোর বোনাস বলা যেতেই পারে।
advertisement
প্রসঙ্গত, মেসির আন্তর্জাতিক কেরিয়ারের শুরুর লগ্ন থেকে সঙ্গে রয়েছেন ডি মারিয়া। একসঙ্গে জিতেছেন ছোটদের বিশ্বকাপ, অলিম্পিক গোল্ড মেডেল, কোপা আমেরিকা, ফিনালিসিমা ও সর্বোপরি ফুটবল বিশ্বকাপ। প্রতিটি ফাইনালে গোলও করেছেন ডি মারিয়া। মেসির ব্যর্থতা-সাফল্যকে খুব কাছ থেকে দেখেছেন তিনি। তাই শহরে আসলে ডি মারিয়ার জীবনের নান দিক জানার পাশাপাশি মেসির নানা অজানা দিক জানার জন্য এখন থেকেই উদগ্রীব ফুটবল প্রেমিরা।