এদিন ম্যাচের প্রথম থেকে দুই দল আক্রমণাত্মক ফুটবল খেলতে শুরু করে। শেষ ষোলোর আশা জিইয়ে রাখতে হলে এই ম্যাচ থেকে জয় দরকার দুই দলের। প্রথম থেকেই গোলমুখ খোলার জন্য মরিয়া হয়ো ওঠে। একের পর এক আক্রমণ গড়ে তোলে দুই দল। ম্যাচের ২৯ মিনিটে প্রথম গোল করে ক্যামেরুন। জিন চার্লস ক্যাস্টেলেটোর গোলে এগিয়ে যায় রিগোবার্ট সংয়ের দল।
advertisement
গোল হজম করার পর শোধ করার জন্য মরিয়া হয়ে ওঠে সার্বিয়া। প্রথমার্ধের নির্ধারিত ৪৫ মিনিট পর্যন্ত ১ গোলের লিড ধরে রেখেছিল ক্যামেরুন। কিন্তু ইনজুরি টাইমে ৪৬ মিনিটে গোল করে সার্বিয়াতকে সমতায় ফেরান পাভলোভিচ। প্রথম গোলের রেশ কাটতে কাটতে না কাটতেই ইনজুরি টাইমের তৃতীয় মিনিটে স্যাভিচের গোলে লিড নেয় সার্বিয়া।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
November 28, 2022 4:44 PM IST