ব্রাজিলের বিরুদ্ধে হারলেও ম্যাচের প্রথমার্ধে যে লড়াইটা করেছিল সার্বিয়া তার প্রশংসা করেছিলেন ফুটবল বিশেষজ্ঞরা। তবে দ্বিতীয়ার্ধে ব্রাজিলের দুরন্ত আক্রমণাত্মক ফুটবলের সামনে দাঁড়াতে পারেনি সার্বিয়া। তবে ক্যামেরুনের বিরুদ্ধে জয়ে ফিরতে মরিয়া ড্রাগন স্টোকোভিচের দল। ১৯৯৮ বিশ্বকাপে শেষবার নকআউটে স্টেজে পৌছেছিল সার্বিয়া। এবার ফের একবার দ্বিতীয় রাউন্ডে যাওয়াই লক্ষ্য সার্বিয়ার।
আরও পড়ুনঃ ক্রিশ্চিয়ানো রোনাল্ডো কী এবার এশিয়াতে খেলবেন, পেলেন রেকর্ড টাকার প্রস্তাব
advertisement
অপরদিকে, বিশ্বকাপে শেষ নিজেদের ম্যাচ জিতেছিল ক্যামেরুন ২০০২ সালে। ২০১৮ সালে যোগ্যতা অর্জন করতে পারেনি ক্যামেরুন। ২০১০ ও ২০১৪ বিশ্বকাপে গ্রুপ পর্ব থেকেই বিদায় নিয়ছিল ক্যামেরুন। এবার প্রথম ম্যাচে সুইসদের বিরুদ্ধে হারতে হয়েছে রিগোবার্ট সংয়ের দলকে। ক্যামেরুনের হয়ে এই ম্যাচে বড় ভূমিকা নিতে দেখা যেতে পারে ডিফেন্ডার নিকোলাস এনকোলো ও বায়ার্ন মিউনিখের স্ট্রাইকার এরিক ম্যাক্সিম শোপু-মোতিংকে। দ্বিতীয় ম্যাচে ৩ পয়েন্টই লক্ষ্যে ক্যামেরুনের।