সৌদি আরব আর্জেন্টিনাকে হারিয়েছে, জাপান হারিয়েছে জার্মানিকে। তাই অপেক্ষাকৃত দুর্বল দল ঘানার বিরুদ্ধে নামার আগেও একটু বেশিই সাবধানী কোচ ফার্নান্ডো স্যান্টোসের দল। ২০১৪ বিশ্বকাপে শেষবার ঘানার মুখোমুখি হয়েছিব পর্তুগীজরা। সেই ম্যাচে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর জোড়া গোলে জয় পেয়েছিল পর্তুগাল। তবে সম্পূর্ণ নতুন ম্যাচে নামার আগে প্রতিপক্ষক যথেষ্ট সমীহ করছে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো, ব্রুনো ফার্নান্ডেজ, বার্নার্ডো সিলভারা।
advertisement
দেশকে ইউরো সেরা ও নেশনস লীগ জেতালেও মেসির মতই এখনও বিশ্বকাপটা অধরা থেকে গিয়েছে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর। বিশ্বমঞ্চে পর্তুগাল ফুটবল দলের সাফল্য বলতে ১৯৬৬ বিশ্বকাপে তৃতীয় স্থান অর্জন করা। তাই কেরিয়ারের শেষ বিশ্বকাপে আরও একবার অধরা স্বপ্নটা বাস্তবে পরিণত করারর চেষ্টায় রোনাল্ডো ও তার দল। মূলত আক্রমণাত্মক ও পর্তুগালের শৈল্পিক ফুটবল খেলেই আফ্রিকান শক্তিকে মাত দিতে চাইছেন ফার্নান্ডো স্যান্টোসের ছেলেরা।
আরও পড়ুনঃ দলের ভাগ্য কী বুঝে গিয়েছেন মেসি! কেন বললেন 'আমরা সবাই মারা গিয়েছে'
অপরদিকে, পর্তুগালের বিরুদ্ধে নামার আগে নিজেদের শক্তিতে শান দিয়ে নিয়েছে ঘানাও। ২০০৬ সালে ঘানার হয়ে বিশ্বকাপ খেলা ওট্টো আড্ডো রোনাল্ডোদের বিরুদ্ধে নামার আগে অনেক অঙ্ক কষছেন। পর্তুগালের বিরুদ্ধে বিশ্বকাপের ম্যাচে নামার আগে আট ম্যাচের মধ্যে ৭টি ম্যাচে জিতেছে ঘানা। ফলে নিজেদের পাওয়ার ফুটবলেই পর্তুগীজদের বিরুদ্ধে লড়াই দিতে প্রস্তুত ঘানা।