বিশ্বজয়ের পর প্রথম ক্রিসমাস। আর আর্জেন্টিনার ফুটবল সংস্থার করফ থেকে একটি ভিডিও শেয়ার করা হয়েছে যা মন ছুয়ে গিয়েছে সকলের। ভিডিওতে দেখা গিয়েছে একটি বাচ্চা ছেলে অন্ধকারে সিঁড়ি থেকে নেমে আসছে। স্যান্টাক্লজ কী উপহার দিয়ে গিয়েছে তা খুঁজে বেড়াচ্ছে বাচ্চাটি। তখনই দরজার বাইরে ক্রিসমাস ট্রি-র সামনে একটি লাল বাক্স দেখতে পায় বাচ্চাটি।
advertisement
আনন্দের সঙ্গে দরজা খুলে বাচ্চাটি গিয়ে সাবধানে বাক্সের ফিতে খোলেন শিশুটি। বাক্সের ঢাকনা খুলতেই অবাক শিশুটি। কারণ এমন উপহার স্বপ্নেও কল্পনা করতে পারেনি তিনি। বাক্সের ভিতরে তুলোয় শোয়ানো রয়েছে বিশ্বকাপ। ছেলেটি আলতো করে বিশ্বকাপটি তুলে ধরেন। চোখে-মুখে তখন এক পরম প্রাপ্তির ছাপ। বিশ্বকাপ ট্রফিটি চুমু খেয়ে বাচ্চাটি বলে, 'ধন্যবাদ পাপা লিওনেল'।
আরও পড়ুনঃ বিশ্বকাপের সময় গোপনাঙ্গে ব্রাজিল তারকাকে রেখেছিলেন এই মডেল, নেট দুনিয়ায় ভাইরাল ছবি
আর্জেন্টিনার প্রচলিত স্যান্টাক্লজের নাম 'পাপা নোয়েল'। প্রতিবছর শিশুরা মনে করেন তিনই সকলকে উপহার দেন। এবার আর্জেন্টিনার ফুটবল সংস্থার তরফ থেকে ভিডিও প্রকাশ করে মেসিকেই স্যান্টাক্লজ হিসেবে তুলে ধরা হয়েছে। যেই ভিডিও ইতিমধ্যেই ঝড় তুলেছে নেট দুনিয়ায়। সকলের মন ছুঁয়ে গিয়েছে।