আর্জেন্তিনার অধিনায়কের কথায়, "পরের বিশ্বকাপ আসতে এখনও অনেক দেরি আছে। আমার মনে হয় না তত দিন পর্যন্ত আমি খেলতে পারব। এবং এভাবে বিশ্বকাপ অভিযান শেষ করাই সেরা।" ৩৫ বছর বয়সি মেসির এটা পঞ্চম বিশ্বকাপ। এই পরিসংখ্যানে দিয়েগো মারাদোনা এবং জাভিয়ের মাশ্চেরানোকে ছাপিয়ে গিয়েছেন তিনি। ভেঙেছেন আরও রেকর্ড। কাতারে পঞ্চন গোল দেওয়ার সঙ্গে সঙ্গে তিনিই আর্জেন্তিনার হয়ে সর্বোচ্চ গোলদাতা। এর আগে এই খেতাব ছিল গ্যাব্রিয়েল বাতিস্তুতার। তিনি আর্জেন্তিনার হয়ে বিশ্বকাপে ১০ টি গোল দিয়েছিলেন। মেসি এখনও পর্যন্ত বিশ্বকাপ অভিযানে নেটে বল জড়িয়েছেন ১১ বার।
advertisement
আরও পড়ুন : ১০ বছর আগে মেসির অটোগ্রাফ নিতেন, আজ একসঙ্গে গোল করছেন! স্বপ্নের নাম জুলিয়ান আলভারেজ
শুধু নিজের রেকর্ডই নয়। আদর্শ টিমম্যান লিওনেল মেসি তুলে ধরেছেন তাঁর দেশের কথাও। বলেছেন, " রেকর্ড ইত্যাদি তো খুবই ভাল। তবে গুরুত্বপূর্ণ হল দলগত অভীষ্ট পূরণ করা। যেটা সবথেকে ভাল।" মেসিরও আরও সংযোজন, " আমরা মাত্র একটি ধাপ দূরে। কঠোর পরিশ্রম করার পর আমরা এখন সর্বস্ব দিয়ে দিতে প্রস্তুত বিশ্বকাপ জয়ের লক্ষ্যে।"
আরও পড়ুন : মেসি, আলভারেজ ভামোস, ক্রোয়েশিয়া খামোশ! তিন গোলে জিতে বিশ্বকাপ ফাইনালে আর্জেন্টিনা
এই নিয়ে ষষ্ঠবার বিশ্বকাপ ফুটবলের ফাইনালে উঠল আর্জেন্তিনা। মঙ্গলবারের ম্যাচে জয়লাভের পর আর্জেন্তিনার রাজপথে উচ্ছ্বসিত জনতার ঢল নামে। তাঁরা এ বার প্রতিপক্ষের অপেক্ষায়। আর তাঁদের অপেক্ষা মেসির হাতে বিশ্বকাপ দেখার।