সম্প্রতি নেট দুনিয়ায় ছড়িয়ে পড়েছিল কোরলার কোকিকোড়ের একটি জলাশয়ের ছবি। তিনটি দৈত্যাকার কাট-আউট শোভা পাচ্ছে সেখানে। মেসি-নেইমার-রোনাল্ডো। কোনওটার উচ্চতা ৩০ ফুট তো কোনওটার ৪০ ফুট। এবার সেই কেরালার মালাপুরমেও বিশ্বকাপ উপলক্ষ্যে সাজানো হয়েছে। সেখানেও তৈরি করা হয়েছে মেসির বিশাল কাটআউট। আবার হাতির পিঠে বসানো হয়েছে নেইমারেক। এছাড়া পতাকা দিযে সাজানো হয়েছে গোটা এলাকা।
advertisement
প্রসঙ্গত, বাংলা ও কলকাতাও ফুটবল বিশ্বকাপ নিয়ে আবেগে কোনও অংশে পিছিয়ে নেই। জেলা থেকে শহর বিশ্বকাপ উপলক্ষ্যে রঙিন হয়ে উঠেছে একাধিক এলাকা। ব্রাজিল ও আর্জেন্টিনা ফ্যান বরাবরই বেশি বাংলায়। রয়েছে স্পেন, পর্তুগাল, জার্মানি, ফ্রান্স ভক্তও। মেসি, নেইমার, রোনাল্ডোদের বল পায়ে দেখার জন্য মুখিয়ে ক্রীড়া প্রেমীরা। উৎসবের শেষে এবার আগামি একমাাস ফুটবল উৎসবে মাততে প্রস্তুত 'ফুটবল পাগল' বাঙালি।